akashdeep

আঙুলের চোটের জন্য ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর আর তাতেই ভাগ্যের শিকে ছিড়লো বাংলার ক্রিকেটারের । বর্তমানে আইপিএলে বাংলার ক্রিকেটারদের অবস্থা শোচনীয় বলা চলে । তবে এর মধ্যে সুখবর , বিরাট কোহলির টিম রয়েল চ্যালেঞ্জর ব্যাঙ্গালোর টিমের হয়ে সুযোগ পেলেন বাংলার আকাশদীপ ।

VoiceBharat News E BHOO1UcAEkGDI 1630321970033 1630322037727

RCB এর এই নেট বোলার দলে এলেন ওয়াশিংটন সুন্দর এর পরিবর্তে । আইপিএলের প্রথম ভাগে ভালো পারফরম্যান্স এর কারণে দ্বিতীয় ভাগে যে বেশ স্বাচ্ছন্দে শুরু করবে বিরাট বাহিনী তা বলা যায় । 
এবারের ব্যাঙ্গালোর টিমে আকাশদীপ কতো ম্যাচে খেলার সুযোগ পায় তা ভাববার বিষয় হলেও তার এবং একদা বিরাটের সতীর্থ বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী আকাশদীপের চান্স পাওয়ায় বেশ খুশি এবং তিনি বিরাটকে পরামর্শ দিয়েছেন আকাশদীপকে সঠিকভাবে যাতে ব্যবহার করা যায় সেদিকে নজর দিতে ।

VoiceBharat News Akash Deep

যদিও এবারে RCB টিম জানিয়েছে , খেলার পাশাপাশি অনেক নতুন প্রতিভাদের তুলে আনাও তাদের লক্ষ্য হতে চলছে । 
সূত্রের খবর , ব্যাঙ্গালোরের কোচ সাইমন কাটিচ দলের দায়িত্ব ছেড়ে দিলেও বর্তমানে কোচের দায়িত্ব পালন করবেন মাইক হেসন ফলে নতুন কোচের অধীনে বাংলার হয়ে ১৬ টি টি টোয়েন্টি ম্যাচে ২১ টি উইকেট নেওয়া আকাশদীপের ভাগ্যের চাকা ঘোরে কিনা সে দিকে তাকিয়ে অসংখ্য বাঙালি ক্রীড়াপ্রেমী মানুষ ।