প্রয়াত হলেন এক কিংবদন্তী অভিনেতা। সকল মায়া ত্যাগ করে দিলেন ওই জগতে পাড়ি।
অভিনেতা দিলিপ কুমার আর নেই আমাদের মাঝে তিনি চলে গেলেন না ফেরার দেশে। ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলচ্চিত্র জগতে এখন শোকের মুহূর্ত। দেশবাসী হারিয়েছেন এক উজ্জল নক্ষত্র।
বুধবার সকাল মুম্বাই এর হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার শ্বাসকষ্ট হলে তাঁকে ভর্তি করা হয় সেখানে। কিন্তু মৃত্যুর সাথে হার মেনে নেন তিনি। জানা যায় এর আগেও ৬ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়েই তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে দীর্ঘ কয়েক দিন অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি। ১১ জুন হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয় তাঁকে।
তবে কয়েক বছর ধরেই তিনি নিজের শারীরিক অসুস্থতার কারনে বহু বার হাসপাতালে ভর্তি হন। কিন্তু এই বার মৃত্যুর সাথে এই যুদ্ধে হেরে গেলেন তিনি।
তবে এক কংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী ও কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সহ আরও অনেকে । তারা সকলে টুইটের মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করেন।