VoiceBharat News IMG 20211111 194630

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অসময়ে বিদায়ের ব্যথা ঝেড়ে ফেলে আসন্ন ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের জন্য মুখিয়ে ভারতের ক্রিকেট প্রেমীরা। আসন্ন সিরিজে দুটি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তবে এই মূহুর্তের খবর সূত্র মারফত জানা যাচ্ছে প্রারম্ভিক ম্যাচে দেখা যাবেনা রোহিত শর্মাকে, বদলে অধিনায়ক হিসেবে দেখা দেবেন অজিঙ্কা রাহানে।

VoiceBharat News images 2021 11 11T194415.224


আগামী ২৫ নভেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। টি টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী এই টেস্টে বিরাট কোহলি থাকছেননা , এটা প্রথমেই জানা ছিল, কেননা বিরাট  দীর্ঘ সময়ের বিশ্রামে। তাঁর অনুপস্থিতিতে তাহলে কি রোহিত শর্মাই হচ্ছেন অধিনায়ক! প্রশ্ন ছিল। তবে বোর্ড সূত্রের খবর অনুযায়ী সম্ভবত রোহিত শর্মাও ছুটিতেই থাকবেন বলেই জানা গেছে। একই সঙ্গে এটাও মনে করা হচ্ছে ওয়াঙ্খেরে স্টেডিয়ামে আবারো বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন।

VoiceBharat News images 2021 11 11T194320.250


রোহিত শর্মা ছুটিতে থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন অজিঙ্কা রাহানে। কেননা এর আগেও বিরাটের অবর্তমানে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। উল্লেখ্য, বছরের গোড়ায় রাহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়াকে ডাউন আন্ডার টেস্ট  সিরিজে হারিয়েছিল ইন্ডিয়া টিম। এছাড়াও কোহলির পিতৃত্বকালীন দীর্ঘ ছুটিতে টিম সামলানোর পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই টিমের অধিনায়কত্বও করতে দেখা গেছিল।


তাই বিরাট-রোহিতের সাময়িক অনুপস্থিতিতে রাহানের নামই অধিনায়ক হিসেবে উঠে আসছে। পাশাপাশি সম্ভাবনা থাকছে দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ফিরে আসার। তাহলে কোহলি নাকি রোহিত? চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় সেটাই এখন জানার অপেক্ষা। আপাতত ২৫ নভেম্বরের কানপুর টেস্টের আগাম প্রস্তুতিতে ভারতীয় ক্রিকেট দল।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com