অবশেষে দিন স্থির হয়ে গেল ৩০ সেপ্টেম্বর। আসন্ন উপনির্বাচনের ভবানীপুর কেন্দ্রের দিন ঘোষণা হয়ে গেল সবার আগেই।
ভবানীপুরের এই হট সিট নিয়ে সম্ভবত বিজেপির দুশ্চিন্তাও কম কিছু নয়, তা বিগত কয়েকদিনের নানান কথাবার্তায় খানিকটা বেরিয়ে এসেছে। কেননা খোদ ‘মা মাটি মানুষের’ অগ্নিকন্যাই যে লড়বেন এই সিটে। আবারও একবার নিজের পাড়ায় নিজের ঘরে। তাই বিরুদ্ধ প্রার্থী কে হবে সেই নিয়ে বিজেপির চাপান উতোর চলছিলই।
এদিকে ঘরের মেয়ের অভ্যর্থনায় ভবানীপুর থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়িয়েছেন জয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। মুখে কিছু না বললেও ভবানীপুর কেন্দ্রে যে মমতার জয় নিশ্চিত এই কথাই ফুটে উঠল তৃণমূলের নতুন শ্লোগানে। বিধানসভা ভোটের সুপার হিট শ্লোগান ‘ বাংলা নিজের মেয়েকে চায়’-র সাথে তাল মিলিয়েই উপনির্বাচনে তাদের নতুন শ্লোগান ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে ‘।

জোরকদমে শুরু হয়ে গেছে প্রচার। শ্লোগানে, হোর্ডিংয়ে , ব্যানারে যেন আগাম জয়জয়কার!
প্রসঙ্গত, ২০১১ র উপনির্বাচন এবং ২০১৬ র বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র থেকেই বিপুল ভোটে জিতেছিলেন মমতা। ২০২১ এ নন্দীগ্রামে প্রার্থী হওয়াটা ছিল নেহাতই ব্যতিক্রমী সিদ্ধান্ত। এবার আবারও তাই ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছেন। শ্লোগানের আগমনী গানে যেন তারই আবাহন।
