গত মঙ্গলবার দালাই লামা কে ফোন কোরে তার ৮৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ কথা টুইট করে নিজে জানান দেন মোদী।

ভারতে বহু বছর ধরে আশ্রয় নিয়ে আছেন তিব্বতের ধর্ম গুরু দালাই লামা। বর্তমানে তার আশ্রয় হিমাচল প্রদেশের এক ধর্মশালা।

যেই মানুষ টি চীনের কাছে বিপদজনক ও বিচ্ছিন্নতা বাদী সে দালাই লামা কে তার ৮৬ তম জন্মদিনের শুবেচ্ছা জানিয়ে চীনের জন্য খানিকটা অশ্বস্থির কারন তৈরি করেন প্রধানমন্ত্রী মোদী।
বিগত কয়েক বছর ধরেই ভারত ও চীনের মনমালিন্য চলছে। কখনো লাদাখ সীমান্ত আবার কখনো ব্যাবসাবানিজ্য নিয়ে।
এছাড়া গত বছর লাদাখের ভারত ও চীন সিমান্তে যুদ্ধে নিহত হন ২০ জন ভারতীয় সেনা জাওান। এর থেকেই ভারত ও চীনের সম্পর্কে আরও দুরত্তের সৃষ্টি হয়। এরই মধ্যে ভারতে আশ্রয় নেওয়া ধর্ম গুরু দালাই লামা কে প্রকাশ্যে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা খুব একটা ভালো ভাবে নেবে না চীন।