মহেন্দ্র সিং ধোনি ! ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক যে মাঠের বাইরে তাঁর লুকের জন্য সমানভাবে খ্যাত তা বলার অপেক্ষা রাখেনা আর সেই ধারা বজায় রেখে প্রাক্তন ভারত অধিনায়কের নয়া নয়া লুক দেখে প্রতিবার চমক প্রতিক্রিয়া দেন তাঁর ভক্তরা । চলতি বছর আইপিএলের বাকি সূচির পূর্বে ফের রূপের চমক ক্যাপ্টেন কুলের ।

করোনার জন্য পিছিয়ে গেছিলো এবছরের আইপিএল এবং বাকি খেলা হতে চলেছে আগামী মাসে । যে চ্যানেলে আইপিএল দেখানো হবে তাদের টুইটার হ্যান্ডেলে ধোনির নতুন ছবি পোস্ট হয় যেখানে অন্যরকম লুকে রয়েছেন ধোনি । চুলে হলদে রং, পার্টি পোশাক, হাতে সোনার ব্রেসলেট । পোস্টারটিতে লেখা ‘ আসলি পিকচার অভি বাকি হ্যায়। কামিং সুন। ‘ এরপরে ফ্যানদের মধ্যে উন্মাদনা বেড়ে চলে ।
সকলে অধীর আগ্রহে রয়েছেন এবারের আইপিএল এর । খেলা বটে সঙ্গে ধোনির লুকেরও অপেক্ষায় পুরো দেশ ।