rape

নিজের বন্ধু মনে করে অনেক সময় ঠকার উদাহরণ পূর্বে পাওয়া গেছে । এবারে সেই ধারা বজায় রেখে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো তার পরিচিত বন্ধু এবং আরো ছয় জন ব্যক্তির বিরুদ্ধে । ঘটিনাটি ইতিমধ্যে সর্বত্র ছড়িয়ে পড়তেই উঠেপড়ে বসেছে এলাকার পুলিশ প্রশাসন । 
ধর্ষণের ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচি তে । নাবালিকার বয়স মাত্র ১৩ বছর । জানা গেছে , গত বৃহস্পতিবার মেয়েটিকে তার বন্ধু ঘুরতে যাওয়ার কথা বললে মেয়েটি ও ভরসা করে তার সাথে যেতে রাজি হয় । কিছুটা যাওয়ার পর ফাঁকা জায়গায় গিয়ে উপস্থিত হয় তারা যেখানে অপেক্ষা করছিলো ছেলেটির আরো ৬ জন বন্ধু । সেখানে অবস্থা খারাপ বুঝে মেয়েটি বাড়ি ফিরে আসার কথা বললেও ততক্ষনে মেয়েটিকে ঘিরে ধরে ছেলেদের দল । তারপর জোর করে নাবালিকাকে ধর্ষণ করা হয় । 

VoiceBharat News Rape


বাড়ি ফিরে মেয়েটি পরিবারকে সব ঘটনা জানালে বাড়ির লোক পুলিশে খবর দেয় । এরপর মেয়েটির পরীক্ষা করা হয় এবং তল্লাশি চালিয়ে মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ । বাকিদের সন্ধান এখনো চলছে বলে জানা গেছে । এছাড়াও পরীক্ষার রিপোর্ট ও দেখা হবে বলে প্রশাসন জানিয়েছে ।