phone blaste

একী সাংঘাতিক ঘটনা ! প্রকাশ্য দিনদুপুরে পকেটে মোবাইল নিয়ে বসেছিলেন আর হঠাৎ ই ধোঁয়ার দেখা মেলে সঙ্গে আবার বুকের মধ্যে গরম ভাব অনুভব ব্যাস বাকিটা ইতিহাস । 
ঘটনাটি ঘটেছে গুজরাটের রাধানপুর নামক এলাকায় । ঘটনাটির ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় । ফুটেজে দেখা যায় , এক ব্যক্তি গ্যারেজের ভিতরে কয়েকজন বন্ধুর সাথে গল্প করছিলেন । হঠাৎই বুক পকেটে রাখা মোবাইল থেকে আলোর ঝলকানি দেখা যায় এবং বুকের মধ্যে গরম ভাব অনুভব করেন তিনি । প্রথমে বুঝতে না পারলেও পরে মোবাইল হতে ধোঁয়া বেরোনো শুরু হলে ভয় পেয়ে যান লোকটি ।

VoiceBharat News mobile

কিছুক্ষনের মধ্যে নিজেকে সামলে ফোনটি পকেট থেকে বের করে ছুঁড়ে ফেলেন এবং লাথি মেরে দোকান থেকে দূরে বার করে দেন সেটি । 
ফুটেজ দেখে অনেকের বক্তব্য , ভাগ্যের জোরে রক্ষা পেয়েছেন লোকটি । নাহলে ফোনটি যদি তাঁর পকেটে বিস্ফোরিত হতো তাহলে কারোর পক্ষে কিছু করার থাকতো না । নেট মাধ্যমে লোকটির তাৎক্ষণিক ভাবে মোবাইলটি বার করে ফেলে দেওয়ার কাজটিকে বেশ প্রশংসা ও করা হয়েছে ।