ঠোঁট যেন কথা বলে, এমনই আকর্ষণীয় ঠোঁট বলিউডের ইমরান হাশমির। চুম্বন দৃশ্যের জন্যেই যিনি বিখ্যাত , সেই ইমরানকেই লজ্জায় ফেলে দিয়েছিলেন এক নায়িকা। কী ঘটেছিলো? সেটা পরবর্তী সময়ে নায়িকা নিজেও মুখ ফুটে বলেছিলেন।
ইমরান হাশমির আগে বলিউডে ‘সিরিয়াল কিসার’ আখ্যা আর কেউ পাননি। এতটাই জড়তাহীন, টানটান, অরিজিনাল তাঁর চুম্বনের ধরন। তাই তাঁকে চুম্বন তারকা বলাই যায়। তবে এই ‘সিরিয়াল কিসার’কেও শ্যুটিংয়ের ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন নায়িকা নারগিস ফকরি।
ঘটনাটা ঘটেছিল ‘আজহার’ ছবির একটি দৃশ্য শ্যুট করবার সময়ে। বিখ্যাত ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দীনের বায়োপিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন ইমরান। এই ছবিতেই নায়িকা ছিলেন নারগিস ফকরি।
ছবির একটি গান “বোল দো না জারা”-য় একটি চুম্বন দৃশ্য ছিল। স্বভাবতই ক্যামেরার সামনে সাবলীল ছিলেন ইমরান। কিন্তু রিটেক নেওয়ার জন্য ছবির পরিচালক একবারের বদলে পরপর পাঁচবার চুম্বন করতে বলেছিলেন। পরিচালকের নির্দেশ সেই মতোই পালন করে চুমু খেয়ে চলেছিলেন ইমরান হাশমি। নায়িকা এই নির্দেশ জানতেননা, তাই প্রথমে খানিক অপ্রস্তুত। কিন্তু তারপরে যা করলেন! সেটা ইমরানের চুুম্বনের খ্যাতি কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট।
পরবর্তী এক সাক্ষাৎকারে নায়িকা নারগিস ফকরি ওই শ্যুটিংয়ের কথা উল্লেখ করে মজার ছলেই বলেন, “গানের নাম বোল দো না জারা! কিন্তু আমার ঠোঁট যদি ইমরানের ঠোঁটেই আটকে থাকে, ফির ম্যায় বলুঁ ক্যায়সে!” নারগিসের বক্তব্য, বারবার চুম্বনের ব্যাপারটা তিনি জানতেননা, ইমরান জানতেন। তাই প্রথমে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, আর মুুচকি হেসে মজা নিচ্ছিলেন ইমরান। কিন্তু জানার পর নায়িকা নারগিস কী করলেন?
সেটা নারগিস নিজে না বললেও ‘আজহার’ ফিল্মের ইউনিটের লোকজন সাক্ষী রয়েছে। গানের দৃশ্যে চুম্বন চলাকালীন, টেক নেওয়া শেষ হয়ে পরিচালক বারবার কাট বলে চলার পরেও নায়িকা নারগিস ইমরানকে ছাড়ছিলেননা, গভীর চুম্বনে ডুবে গিয়েছিলেন! সে এমনই চুম্বন যে, চিপকে যাওয়া ইমরান হাশমিও লজ্জায় ঘেমে লাল হয়ে উঠেছিলেন! অবশেষে ইউনিটের সবাই মিলে একসাথে হুল্লোড় করে সশব্দে হেসে উঠে নারগিস নামক ‘চুম্বক’ থেকে ইমরানকে আলাদা করা হয়!
‘সিরিয়াল কিসার’ অভিনেতা লাজুক ইমরান হাশমির অবস্থাটা তখন হয়েছিল দেখবার মতো। একেবারে গুটিয়ে গিয়েছিলেন তিনি।