VoiceBharat News images 2021 10 25T213027.020

লা লিনা এবার ঋতুচক্রের ওপর প্রভাব বিস্তার করতে চলেছে।তার জেরই উওর ভারতের শীতকালীন আবহাওয়ার ওপর পড়তে চলেছে। লা নিনা এবার দুর্বল হচ্ছে।

VoiceBharat News images 2021 10 25T213410.860


আবহাওয়াবিদের একাংশের আশঙ্খা ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে সেখানকার বিস্তীর্ণ অংশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি সেন্টিগ্রেড নীচে চলে যেতে পারে।

VoiceBharat News images 2021 10 25T213217.914


এবার জানে নেওয়া যাক লা লিনা কি?
লা লিনা হলে জলস্তরের তাপমাত্রা কয়েক ডিগ্ৰি সেলসিয়াস বেড়ে যায়। ফলে উপকূলবর্তী এলাকার বায়ুমণ্ডল গরম হয়ে যায়।সমুদ্রের সেই অতিরিক্ত তাপ নির্গত হয় সমুদ্রপৃষ্ঠের বাতাসে। সেই প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশী হয়ে যায়। ভারতে একাধিক বার এর প্রভাব পড়েছে।লা লিনা সক্রিয় হলে পৃথিবীর তাপমাত্রা আবার বেড়ে যায়।আবার কমে গেলে অধিক শীতলতা দেখা দেয়।
আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা ডিটিএন-এর ভাইস প্রেসিডেন্ট রেনি ভ্যান্ডেওয়েজ জানিয়েছেন যে,তাঁদের অনুমান লা নিনার প্রভাবে এ বারের শীতে উত্তর-পূর্ব এশিয়া জুড়ে ঠান্ডা অনেকটাই বেশি পড়তে পারে।

VoiceBharat News images 2021 10 25T213237.297


দক্ষিণ আমেরিকায় প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী এলাকায় মোটামুটি ভাবে ৩ থেকে ৭ বছর অন্তর এল নিনোর প্রভাব দেখা যায। চীনে এ বছর লা নিনার প্রভাবে বেশী। রেনী জানিয়েছেন জাপান, কোরিয়ার মতো দেশেও শৈত্যপ্রভাবেহ সম্ভাবনা রয়েছে। ওই অঞ্চল থেকে ঠান্ডা বাতাস ঢুকে দক্ষিণ এশিয়ার কিছু অংশের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিতে পারে বলে তাঁর পূর্বাভাস দেওয়া হচ্ছে।
তবে এবার বেশ জাঁকিয়ে শীত পড়ার আশঙ্খা থেকেই যাচ্ছে ।