dalit2

নির্মম ভাবে মারধর এক ২০ বছরের তরুন কে। গত ৮ জুলাই এর ঘটনা উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলা আকবারপুরে ঘটে এই ঘটনা টি।

সূত্রঅনুসারে জানা গিয়েছে ওই দিন নিজের প্রেমিকার সাথে গোপনে দেখা করতে গিয়েছিল তরুন টি, সেখানে তার প্রেমিকার পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশির লক জড় হয়। তরুন টিকে তার জাতির বিষ্যে জিগেস করলে উত্তরে সে বলে সে জন দলিত পরিবারের ছেলে।

তার পর গ্রামবাসি আর কন কথা না শুনেই গাছের সাথে বেঁধে মারতে শুরু করে ২০ বছরের সেই তরুন টিকে। চর, থাপ্পর, লাথি ঘুশি মারার পরেও তার নিম্ন অঙ্গের বস্ত্র খুলে লাঠি দিয়ে ক্রমশ আঘাত করতে থাকে তার যৌনাঙ্গে।

VoiceBharat News dalit

পরে বহুবার বিনতি করায় ছাড়া হয় ওই তরুন কে। পরে তাকে সেখানকার এক হাসপাতালে ভর্তি করা হয়। এই ভিডিও টি সোশাল মিডিয়া তে পৌছাতেই তোলপাড় হয়ে যায়।

এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। উত্তরপ্রদেশের পুলিশের হাতে ভিডিও টি পৌছানো মাত্রই তারা জানান আমরা এই বিষয়ে তদন্ত করছি। এই ভিডিয়ো থেকে একজন ব্যাক্তি কে চিহ্নিত করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এবং বাকি ২ জন কে চিহ্নিত করা হলেও খুব শিঘ্রই তাদের কেও পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা গেছে।

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com