tmc

বিধানসভা ভোটে হার মেনেছিলো সিপিএম । ভোটের আগে কংগ্রেস ও ‘ ভাইজান ‘ এর সাথে জোট করে চারিদিক প্রচার করেও তাদের হাতে আসে ‘ শূন্য ‘ । শতরুপ ঘোষ থেকে মহম্মদ সেলিম এর মতো নেতাদের হার স্বীকার করার ফলে বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি   
ভোটে হারের পর সিপিএম দুভাগে ভাগ হয় ।

VoiceBharat News cpim 630x420 1

একদল মানুষকে অশিক্ষিত বলে দাবি করে আবার অন্যদিকে একদল নিজেদের অন্দরের কলহের উল্লেখ করে । এর মাঝেই ভবানীপুর উপনির্বাচনে মমতা ব্যানার্জির নাম উঠে আসতেই উঠে পড়ে লাগলো সিপিএম । প্রথমে ঠিক হয়েছিলো , সিপিএম ও কংগ্রেসের মধ্যে সমঝোতায় কংগ্রেস প্রার্থী দেবে কিন্তু কংগ্রেস শেষ মুহূর্তে প্রার্থী না দেওয়ায় একাই লড়বে সিপিএম । জানা যাচ্ছে , ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের হয়ে লড়তে যাবেন শ্রীজীব বিশ্বাস । CPIM প্রার্থী শ্রীজীব আলিপুর আদালতের আইনজীবী বলে জানা গেছে । 
রাজ্যে সিপিএমের অবস্থা শোচনীয় ঠিক তবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাঁরা একটুও জমি ছাড়বে না বলে জানিয়েছেন । তাই লড়াই যে কত মনোরঞ্জক হতে চলেছে তার অপেক্ষায় সকলে ।