ভালো নেই ভারতীয়রা, রাস্তাঘাটে মারধর করা হচ্ছে ভারতীয়দের। পুড়িয়ে ফেলা হচ্ছে গাড়ি এবং ঘরবাড়ি, সেখানকার স্থানীয় রাই চালাচ্ছে এই হামলা। শুধু তাই নয়, ভারতীয় প্রতিষ্ঠানগুলোর ওপর এক সপ্তাহ ধরে চালানো হচ্ছে হামলা।
এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানে অবস্থানরত প্রবাসী ভারতীয় দের। সূত্রের খবর বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে এক কঙ্গো নাগরিকের মৃত্যু হওয়ার পরই শুরু হয়েছে এই হামলা, উল্লেখ্য ওই কঙ্গো নাগরিকের বিরুদ্ধে মাদক চোরাচালান ও পাচারের অভিযোগ রয়েছে।

পুলিশি হেফাজতে মৃত্যু হওয়া কঙ্গো নাগরিকের নাম জুয়েল মারু, উক্ত ব্যক্তি ভারতের শিক্ষার্থী হিসেবে ভারতে বাস করতো এবং মাদক চোরাচালানের সাথে ও ব্যবসার সাথে যুক্ত ছিল।
বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ভারতে পড়াশোনা করতে আসা আফ্রিকান শিক্ষার্থীদের মধ্যে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার প্রবণতা বেশি, প্রশাসনের কড়া নজরদারি থাকা সত্ত্বেও আটকানো যাচ্ছে না এদের কর্মকাণ্ড।
শুধু মাদক ব্যবসায়ী নয় আরো নানারকম অপরাধেও পুলিশের ডায়েরিতে তাদের নাম রয়েছে সবার আগে,
এমন অবস্থায় কঙ্গোতে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা দাবি এখন সাধারণ মানুষের। এ বিষয়ে ভারতীয় দূতাবাস জরুরি ব্যবস্থা নেবে বলে খবর পাওয়া গেছে।