গতকাল সোমবার ১২ জুলাই ২০২১ ওড়িশার বালেশ্বর সমুদ্রউপোকূলে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরেই ভেঙ্গে জায় এই শক্তিশালী অস্ত্র টি।
ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুর উপর আঘাত করার ক্ষমতা সম্পন্ন।”ব্রহ্মস” ভারতের একটি সুপারসনিক ক্রুইজ ক্ষেপন অস্ত্র।

প্রতিরক্ষামন্ত্রক তথ্য অনুসারে সোমবার পরিক্ষামূলক উৎক্ষেপণের পরেই ভেঙ্গে পরে “ব্রহ্মস”। কেন বা কিভাবে এটি ঘটেছে তা এখন সঠিক ভাবে কিছু জানা যায়নি। তবে প্রতিরক্ষামন্ত্রক একটি সূত্র দ্বারা এই খবর টি জানতে পেরেছেন।
তবে এই ঘটনার তদন্ত করার জন্য একটি বিশেষ দল কে আনা হয়েছে যেমন ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। এনারাই এই ঘটনা টিকে ভালো করে তদন্ত করে আগামি দিনে জানান দেবেন কি কারনে অথবা পরীক্ষামূলক উৎক্ষেপণে কোনো ভুল থাকার কারনে এই রকম ঘটনা ঘটেছে নাকি।