Solar Strome

ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়।এই সৌরঝড়ের ফলে বিপর্যস্ত হতে পারে গোটা বিশ্বের ইন্টারনেট পরিষেবা।এই ঝড় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।এই  ভয়ঙ্কর ঝড় নিয়ে গবেষকরা আশঙ্কায় রয়েছে।     বিজ্ঞানের পরিভাষায় এই ধরনের সৌরঝড়কে করোনাল মাস ইজেকশান বলা হয়।এটি সৌরমণ্ডলের অত্যন্ত বিপজ্জন এই ঝড়।আমেরিকার আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় তাদের সৌরমন্ডল নিয়ে গবেষণায় এই বিপদজ্জনক ঝড় ও তার ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেছে।      

VoiceBharat News solar storm 1625975599

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশ পাবে বলে জানা গেছে।মঙ্গলবার অনলাইনে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণা পত্রটি থেকে জানা যায় যে বিপদজ্জনক সৌরঝড় আসছে তেমন সৌরঝড় পূর্বেও ১৮৫৯ ও ১৯২১ সালে এসেছিল।পৃথিবী আবারও ১০০ বছর পর  ভয়ঙ্কর সৌরঝড়ের মুখোমুখি হতে চলেছে।১৯২১ সালে সৌর ঝড়ের ফলে পৃথিবী মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছিল।বিজ্ঞানের পরিভাষায় তার নাম ‘ক্যারিংটন এফেক্ট’।এই সৌরঝড়ের তান্ডবে পৃথিবীকে ঘিরে থাকা বিশাল চৌম্বক ক্ষেত্রে বিরাট আকারে ফাটল দেখা গিয়েছিল।এই ফাটলের মধ‍্যে দিয়ে পৃথিবীর মধ‍্যে প্রবেশ করেছিল  বিষাক্ত সৌরকণা আর মহাজাগতিক রশ্মি। টেলিগ্রাফের তার ভীষন ভাবে ক্ষতিগ্ৰস্থ হয়েছিল।পৃথিবীর দুই মেরুতেই যে জ‍্যোতি রেখা থাকে তা অতিক্রম করে  সৌরঝড়ের প্রবল তান্ডব বিষুবরেখার নীচে থাকা কলাম্বিয়াতেও দেখা গিয়েছিল।   

VoiceBharat News solar strome new 1

১৯৮৯ সালের মার্চে যে সৌরঝড়ের প্রভাব পড়েছিল পৃথিবীর উপর যার জন‍্য কানাডার কুইবেক প্রদেশে ন’ঘণ্টা ‘ব্ল্যাক আউট’ হয়েছিল। অত‍্যাধুনিক ইন্টারনেট ব্যবস্থার উপর সিএমই র আঘাত কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে সে বিষয় কোনও তথ্য বিজ্ঞানীরা এখনো দিতে পারে নি।১৯২১ভয়ঙ্কর যে সৌরঝড় পৃথিবীর উপর এসে আছড়ে পড়েছিল তখন  ইন্টারনেট ব্যবস্থা গড়ে ওঠে নি।   সমুদ্রের নীচ দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়া ইন্টারনেটের সমগ্ৰ কেবলই সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হতে পারে সেই আশঙ্খাই করা হচ্ছে।ইন্টারনেট ক‌েবল গুলিতে রিপিটার ৩০ থেকে ৯০ মাইল অন্তর বসানো হয়।সৌরঝড় ভয়াবহ হলে রিপিটার ক্ষতিগ্রস্ত হবে সেক্ষত্রে যাবতীয় ইন্টারনেট ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়বে। যেহেতু সমুদ্রের নীচে থাকা কেবলগুলি ফাইবার দিয়ে বানানো হয় না বলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশী থাকে।