sujan chakraborty

বিধানসভা ভোটে পর্যুদস্ত হয়েছিলো সিপিএম । ভোটের আগে কংগ্রেস ও ‘ ভাইজান ‘ এর সাথে জোট করেও তাদের হাতে আসে ‘ শূন্য ‘ । শতরুপ ঘোষ থেকে মহম্মদ সেলিম এর মতো বড় বড় নেতাদের হার স্বীকার করার ফলে বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি কিন্তু এর পরেও একি বললেন সুজন চক্রবর্তী ! 

VoiceBharat News


ভোটে হারের পর সিপিএম দুভাগে ভাগ হয়ে যায় । একদল বাংলার মানুষকে অশিক্ষিত বলে দাবি করতে থাকে আবার অন্যদিকে একদল নিজেদের অন্দরের কলহের উল্লেখ করে । যদিও রেড ভলিনটিয়ারদের কাজে সকলে খুশি হলেও ভোটে তার কোনো প্রভাব পড়তে দেখা যায়নি । বিপুল ভোটে ক্ষমতায় আসে তৃণমূল । 
এতকিছুর পরেও , সিপিএমের হয়ে ব্যাট ধরলেন সুজন চক্রবর্তী । তিনি বললেন , বাংলার মানুষ একমাত্র সিপিএমকেই বিশ্বাস করে । এর আগেও বহু নেতা বলেন , তৃণমূল ও বিজেপি দুই দল-ই মানুষকে বোকা বানিয়ে চলেছে । এই অবস্থায় একমাত্র তাঁদের দল-ই যে মানুষের পাশে রয়েছে সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন সুজন চক্রবর্তী ।