VoiceBharat News images 16

আজও কিছু মানুষের মধ্যে দেখা যায় বর্বরতার। আসামে হাইলাকান্ডির ঘটনা ৪জন কে আটক করে পুলিশ।

VoiceBharat News images 15

আসামে হাইলাকান্ডি জেলায় ঘটে এই ঘটনা টি। বুধবার আসামে সোশাল মিডিয়া তে ভাইরাল হয় একটি ভিডিও । এক অমানবিক ঘটনা চোখে পরে আবার ও। ভিডিও তে দেখা যায় একজন মানুষ অন্য আরেক জন কে গাছের সাথে বেধে অবিরাম পিটিয়ে চলেছে । অবশেষে সেই মানুষটির উপর নিজের মুত্র বিসর্জন অবধি করে সে এবং এই সমস্ত কিছুর ভিডিও করছিল আরেক জন। জানা গেছে চুরি করার অভিযোগে ধরা হয়েছিল তাকে এর পরই চলে তার ওপর অমানবিক অত্যাচার। ঘটনা টি সোশাল মিডিয়া তে ভাইরাল হওয়ার কড়া পদক্ষেপ নেয় আসাম পুলিশ। দ্রুত আটক করা হয় তাদের গত কাল বৃহস্পতিবার আটক করা হয় অভিযুক্ত ৪ জন কে। ঘটনার প্রধান আসামির নাম নিজামউদ্দিন বর্ভুয়ান এবং তার সাথে রয়েছে বাকি ৩ জন।

VoiceBharat News FoYiBMjaYAAyCUL

ঘটনা টি কেস রেজিষ্টার হয় কৃষ্ণপুর গ্রামের লালা পুলিশ স্টেশনে। পুলিশ সুপারিতেন্ডেন্ট নবনীত মহান্ত জানান তাদের কে বৃহস্পিবার আটক করা হয়েছে এবং এই বর্বরতার বিরুদ্ধে আইন মেনে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। এবং এই মামলায় ডিরেক্টর জেনারেল পুলিশ “জিপি সিং” সেখানকার লোকাল পুলিশদের দ্রুত এই মামলায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ জানিয়েছেন।

 

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com