আপনার কি কোনও নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে? অথবা আপনি কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত? কাছে-দূরের অসংখ্য মানুষের কাছে আপনার ব্যবসা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির সম্পর্কে জানাতে চান! তাহলে একটি সঠিক মাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন আপনাকে সাহায্য করতে পারে।
বিজ্ঞাপন নানা উপায়েই প্রকাশ করা যায়, নিশ্চয়ই অজানা নয়। তবে একটি সঠিক পরিচয়প্রাপ্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর, আপনার নির্দিষ্ট ‘প্রোডাক্ট’-টির গুণগত মান কয়েকগুণ বাড়িয়ে দিতে সহায়তা করে। একইসাথে আপনার অসংখ্য ক্রেতাও আপনার প্রতিষ্ঠান বা ব্যবসায়িক ‘প্রোডাক্ট’ সম্পর্কে নিশ্চিত হয়ে যান, খবরে প্রকাশের মাধ্যমে।
এবার ভয়েস ভারত নিউজ আপনার কাছে নিয়ে এল তেমনই এক সুযোগ।আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রসারণ ঘটাতে খুব স্বল্প মূল্যে ‘ভয়েস ভারত নিউজ’-এ বিজ্ঞাপন দিন।
ভয়েস ভারত নিউজ (VoiceBharat News) পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রচারিত, রেজিস্টার্ড ও স্বীকৃতিপ্রাপ্ত অনলাইন সংবাদ মাধ্যমের মধ্যে অন্যতম একটি মাধ্যম। ৭ দিন ২৪ ঘন্টা হাজার হাজার মানুষের কাছে নিয়মিত খবর সম্প্রচার করে চলেছি আমরা। বিজ্ঞাপন সহ আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং প্রোডাক্ট সম্পর্কে উন্নতমান সমৃদ্ধ খবর পরিবেশন করে আমরাই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেব।
তাহলে আর দেরি কেন? সুলভ মূল্যে, খবর সমৃদ্ধ বিজ্ঞাপন প্রকাশের জন্য উল্লিখিত নম্বরে যোগাযোগ করুন। Call/Whatsapp – 8585047304