আমাদের মধ্যে অনেকেই মনে করেন বাবা মা এর রক্তের গ্রুপ এক হওয়া শুভ লক্ষন নয়, এ থেকে অনেক রকম রোগ হতে পারে সন্তানের৷ এশিয়া মহাদেশের বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ বি অর্থাৎ বি পজেটিভ অথবা বি নেগেটিভ।
এই ক্ষেত্রে স্বামী – স্ত্রীর রক্তের গ্রুপ মিলে যেতে পারে এটা অস্বাভিক কিছু নয়, এতে কোন সমস্যা হয়না।

তবে যদি স্ত্রীর নেভেটিভ রক্তের গ্রুপ হয় এবং স্বামীর পজেটিভ রক্তের গ্রুপ হয় তাহলে সমস্যা হতে পারে, ডাক্তারী ভাষায় এটাকে বলা হয় RH Isoimmunization
অনেকেই মনে করেন বাবা মা এর রক্তের গ্রুপ এক হলে সন্তানের থ্যালোসেমিয়া হয়, এটিও একটি মিথ্যা বিশ্বাস যার কোন ব্যাখ্যা সাইন্সের কাছে নেই, অর্থাৎ কুসংস্কার।
তবে রক্তের গ্রুপ স্বামী স্ত্রীর মধ্যে কেমন হলে সন্তানের স্বাস্থ কেমন হতে পারে তা নিচে ছক আকারে উল্লেখ করা হলো।
স্বামীর রক্তের গ্রুপ | স্বামীর রক্তের গ্রুপ | সন্তানের সুস্থতা |
পজেটিভ | পজেটিভ | সুস্থ সন্তান |
নেগেটিভ | নেগেটিভ | সুস্থ সন্তান |
নেগেটিভ | পজেটিভ | সুস্থ সন্তান |
পজেটিভ | নেগেটিভ | প্রথম সন্তান সুস্থ , দ্বিতীয় থেকে সমস্যা হতে পারে টিকা দেওয়ার প্রয়জন পড়বে । |
তাই বিয়ের মত গুরুত্ব পূর্ন সম্পর্কের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ।