VoiceBharat News Bank Strike 784x441 1

অক্টোবর মাস পড়তে চলেছে। এই মাস এমনিতেই ছুটির মাস। দূর্গাপূজো, ইদ, লক্ষীপূজো ছাড়াও রয়েছে নিয়মমাফিক রবিবার এবং ব্যাঙ্কের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ব্যাঙ্কের ছুটি। সব মিলিয়ে অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।


অবশ্যই সব জায়গায় একই দিনে নয়,
বিশেষ রাজ্যে পালিত উৎসব অনুযায়ী সেইসব জায়গায়তে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


নিচে একটি তালিকা দেওয়া হল। রবিবার এবং দ্বিতীয়, চতুর্থ শনিবারের ব্যাঙ্কের ছুটি সমস্ত জায়গায় প্রযোজ্য। এছাড়া বাকি দিনগুলোর ছুটি জায়গা অনুসারে বন্ধনীর মধ্যে উল্লেখ করা হল।

VoiceBharat News bank lock

১ অক্টোবর — ব্যাঙ্ক হাফইয়ারলি বন্ধ (গ্যাংটক)
২ অক্টোবর — গান্ধী জয়ন্তী (সব রাজ্যে)
৩ অক্টোবর — রবিবার
৬ অক্টোবর — মহালয়া (আগরতলা, ব্যাঙ্গালোর, কলকাতা)
৭ অক্টোবর — স্হানীয় উৎসব (ইম্ফলে)
৯ অক্টোবর — মাসের দ্বিতীয় শনিবার
১০ অক্টোবর — রবিবার
১২ অক্টোবর — মহাসপ্তমী (আগরতলা, কলকাতা)
১৩ অক্টোবর — মহাঅষ্টমী ( আগরতলা, কলকাতা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, পাটনা, রাঁচী )
১৪ অক্টোবর — মহানবমী (আগরতলা, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই , গ্যাংটক , গুয়াহাটি , কানপুর , কোচি, , লখনউ, পাটনা , রাঁচী , শিলং, শ্রীনগর, থিরুবানানথাপুরাম )
১৫ অক্টোবর — বিজয়া দশমী (ইম্ফল ও সিমলা বাদে সব জায়গা)
১৬ অক্টোবর — দশমী উপলক্ষে (গ্যাংটকে ছুটি)
১৭ অক্টোবর — রবিবার
১৮ অক্টোবর — কাটি বিহু উৎসব (গুয়াহাটি)
১৯ অক্টোবর — ইদ মিলাদ উন নবী (আহমেদাবাদ , বেলাপুর, ভৃূপাল, চেন্নাই , দেরাদুন , 
হায়দরাবাদ, ইম্ফল, জম্মু , কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, নিউ দিল্লী, রায়পুর, রাঁচী , শ্রীনগর , থিরুবানানথাপুরাম )
২০ অক্টোবর — লক্ষ্মীপূজা / ইদ/ বাল্মীকী জন্মোৎসব (আগরতলা , কলকাতা
ব্যাঙ্গালোর, চন্ডীগড় ,সিমলা )
২২ অক্টোবর — ইদ মিলাদ উন নবীর পরের শুক্রবার উপলক্ষে ( জম্মু, শ্রীনগর)
২৩ অক্টোবর — চতুর্থ শনিবার
২৪ অক্টোবর — রবিবার
২৬ অক্টোবর — অ্যাকসেশন ডে (জম্মু, শ্রীনগর )
৩১ অক্টোবর — রবিবার

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com