VoiceBharat News sudip biplab

রাজ্যে আইন শৃঙ্খলা বজায় থাকছেনা, এমন বিশৃঙ্খলা চলতে থাকলে  সরকারের প্রতি বিমুখ হয়ে উঠবে মানুষ , একথা বলে ত্রিপুরার বিজেপি সরকারের দিকেই আঙুল তুললেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন।

VoiceBharat News Sudip Biplab 630x420 1

বিগত দিনগুলোয় বিরোধী দলের ওপর একাধিকবার আক্রমণ চালিয়ে আসছে বিপ্লব দেব পরিচালিত বিজেপি সরকার।
কখনও তৃণমূল ছাত্র – কর্মীদের মারধোর, কখনো সিপিএম পার্টিঅফিস ভাঙচুর, লুঠতরাজ। এমনকি সংবাদ মাধ্যম অফিসে পর্যন্ত ভাঙচুর চালিয়েছে তারা, মারধোর করেছে সাংবাদিকদের।  তিনদিন আগে গোটা ত্রিপুরা জুড়ে আগুন জ্বলে ওঠার সেই স্মৃতি এখনও ফিকে হয়নি।

VoiceBharat News f262588b 8f30 4634 8dbf dbcdb846725e

এইসব কর্মকান্ডের বিরুদ্ধেই মুখ খুলে সরব হয়েছেন বিজেপিরই বিধায়ক সুদীপ রায় বর্মন। ফলে ভীষণ অস্বস্তিতে পড়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
সুদীপ অবশ্যই সার্বিকভাবে বিজেপি তথা সর্বোচ্চ নেতৃত্বের প্রতি কটাক্ষ করেননি। বরং স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন দলের উচ্চ নেতৃত্ব এসব পছন্দ করেননা। দিল্লীতে গিয়ে শীর্ষ নেতৃত্ব অমিত শাহ, জে পি নাড্ডা , বিএল সন্তোষের সাথেও দেখা করছেন বলে জানান তিনি।
শীর্ষ নেতৃত্ব সোজাসুজিই বলেছেন দল এসব কাজকে সমর্থন করেনা, দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া হোক।
সেই সূত্র ধরেই বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন জোর গলায় দাবী তুলেছেন “মুখ্যমন্ত্রী সবার নিরাপত্তা সুনিশ্চিত করুন। ক্রিমিনালরা ক্রিমিনালই হয়, এদের বিরুদ্ধে প্রসাশনিক ও দলগত ভাবে কড়া ব্যবস্থা নেওয়া হোক”।

VoiceBharat News sudip biplab

বিক্ষুব্ধ এই বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। তবে এদিন সুদীপের বক্তব্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের দিকে আঙুল তুললেও, দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখারই চেষ্টা করেছেন সুদীপ।
ফলে দলবদল করবেন কিনা সেটা আপাতত প্রশ্নচিহ্ন হয়ে রইল। 

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com