vcc

প্রথম ও দ্বিতীয় ঢেউ এ শিশুদের জন‍্য ছিল না টিকা করণের ব‍্যবস্থা।এবারপাঁচ থেকে এগারো বছরের  শিশুদের কোভিড টিকা দেওয়ার জন্য  আমেরিকার ওষুধ সংস্থা ‘ফাইজার’ ভ‍্যাকসিন প্রস্তুত করছে।প্রাপ্তবয়স্কদের ভ‍্যাকসিনের মতো শিশুদের জন‍্য ভ‍্যাকসিন বানিয়েছে ফাইজার, ‘বায়োএনটেক’এর সহযোগিতায়। ‘বায়োএনটেক’এর সহ প্রতিষ্ঠাতা  ভোজলেম তাওরেসি জার্মানির এক সংবাদমাধ্যম জানিয়েছেন যে  ৫ বছর থেকে ১১ বছর এর শিশুদের  দ্রুত কোভিড টিকা দেওয়ার ব‍্যাপারে  বিশ্বজুড়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে ।

vac

পাঁচ থেকে এগারো বছর বয়সীদের টিকার কার্যকারিতা , নিরাপত্তার কথা মাথায় রেখে  ট্রায়ালের ফলাফল তাঁরা দ্রুত অনুমোদনের জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কাছে জমা দিয়েছে।  আমেরিকায় শিশুদের মধ্যে ডেল্টা সংক্রমণের হার খুবই উদ্বেগজনক বর্তমানে। আমেরিকান অ্যাকাডেমি অব পিডিয়াট্রিক্স সূত্রে জানা গেছে অতিমারি পর এখনও ৫০ লক্ষেরও বেশি শিশু কোভিডে আক্রান্ত হয়েছে।২৬ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায়  আড়াই লক্ষ শিশু আক্রান্ত হয়েছে যাদের প্রত‍্যেকের পাঁচ থেকে এগারো বছরের মধ‍্যে বয়স। শুক্রবারের ঘোষণা যথেষ্ট আশার আলো দেখাচ্ছে শিশুদের জন‍্য।  বায়োএনটেক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন শিশুদের জন্য ভ‍্যাকসিনের উৎপাদন করতে ইতিমধ্যে প্রস্তুত তাঁরা।তাওরেসি বলেন যে প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের টিকার ডোজর মাত্রা হবে অনেক কম হবে।  ফাইজারের টিকা  সাধারণত ১২ বছর বয়সী ও তার বেশি বয়সীদের দেওয়া হয়। আমেরিকার দুই ওষুধ সংস্থা মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা ১৮ বছর বয়সী ও তার বেশি বয়সিদের দেওয়া হয়ে থাকে। এফডিএর কমিশনার জ্যানেট উডকক জানিয়েছেন অন্য টিকাগুলির মতো বিজ্ঞানকেই গুরুত্ব দেবে অনুমোদনের জন্য। যতক্ষণ পর্যন্ত সেই অনুমোদন না  হয় ততক্ষণ পর্যন্ত  শিশুদের নিরাপদ দূরত্ব বজায় রাখা ,মাস্ক পরা সকল  বিষয় গুলির উপর নজর রাখতে হবে ও সব সময় সর্তক থাকতে হবে।