VoiceBharat News images 58 27

এবার শচীন তেন্ডুলকরের  বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠল।বিশ্বের হেবি ওয়েট নেতা, মন্ত্রী থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকের আর্থিক খুঁটিনাটি ফাঁস করেছে এই প্যান্ডোরা পেপার্স।এই রিপোর্টে  শচীন ছাড়াও নাম উঠে এসেছে ভারতের আরও  ছয় রাজনীতিবিদের।

VoiceBharat News images 58 25 1

 দেশের ও বিদেশের প্রভাবশালী ব্যক্তিদের গোপন সম্পত্তি ও লেনদেন ফাঁস করা হয়েছে এই প্যান্ডোরা পেপার্স’এ।আর্থিক কেলেঙ্কারিতে এবার মাস্টার ব্লাস্টারের নাম জড়ালো।বিশ্বের তাবড় তাবড় ধনী ব‍্যক্তিত্বদের ও নাম জড়ালো কর ফাঁকি দেওয়ার অভিযোগে।এই সব প্রভাবশালী ব্যক্তিরা কীভাবে নিজেদের সম্পদ বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে সরিয়েছেন, তা তুলে ধরেছে ‘প্যান্ডোরা পেপার্স’।

VoiceBharat News images 58 26 1

শচীনের আইনজীবীর দাবী শচীনের সম্পত্তি বৈধ।তবে শচীনের নাম সামনে এলেও বাকী প্রভাবশালী রাজনৈতিকদের নাম প্রকাশ্যে আসেনি। আর্থিক কেলেঙ্কারির জালে বিশ্বের রাজনৈতিক ব‍্যক্তিত্বদের নাম।এবার প্রকাশ্যে প্যান্ডোরা পেপার্স। তবে কী এই প্যান্ডোরা পেপার্স যা নিয়ে এত হৈ চৈ।  বিশ্ব জুড়ে তাবড় ধনীব‍্যক্তিত্ব, সেলিব্রিটি  প্রত্যেকের আর্থিক খুঁটিনাটি ফাঁস করেছে এই প্যান্ডোরা পেপার্স।বিশ্বের প্রভাবশালী ব‍্যক্তিরা যে সব অর্থ বা সম্পত্তি গোপনে লেনদেন করেছেন তার সব তথ্য প্রকাশ্যে  উঠে এসেছে।উঠে এসেছে  দুবাই, পানামা, সুইজারল্যান্ডের মতো দেশের ব‍্যক্তিত্বদের নাম।   

ব্রিটেনের বিবিসি এবং দ্য গার্ডিয়ান সংবাদপত্র সঙ্গে  ভারতের ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ (The Indian Express)-এর মতো ১৫০টি সংবাদমাধ্যম ,ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস  এই টিমের সঙ্গে যুক্ত আছে ।এদের  দাবী যে ১১.৯ মিলিয়নের বেশি তথ্য প্রকাশ‍্যে এনেছে।

VoiceBharat News images 58 24

 বিবিসির বিবৃতি পেপার্সে উঠে এসেছে বিশ্বের ৯০টি দেশের সবচেয়ে প্রভাবশালী ব‍্যক্তত্বরা তাদের সম্পত্তি গোপন করতে অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছে।এদের মধ‍্যে নাম আছে৩৩০ জনেরও বেশি রাজনীতিবিদের।  জানা যাচ্ছে পাক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিদের অফশোর হোল্ডিং প্রকাশ পেয়েছে।পাক অর্থমন্ত্রী এবং একজন শীর্ষস্থানীয় আর্থিক সহায়কের নাম উঠেছে।