abhishek banerjee

কেউ বলেন ‘ ভাইপো ‘ , কারোর কাছে ‘ নেতা ‘ । অভিষেক ব্যানার্জি বাংলার রাজনীতিতে বর্তমানে বিশাল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন । কখনো স্টেজ থেকে শুভেন্দুকে হুঙ্কার তো কখনো হাতজোড় করে মানুষের থেকে আশীর্বাদ চাওয়া : ভিন্ন রূপে ধরা দেন তিনি । ইডি অফিস থেকে বেরিয়ে সেই অভিষেকের গলায় কি শোনা গেলো ? 

VoiceBharat News Abhishek 630x420 1

কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি অফিসে তলব করা হয় অভিষেক ও তাঁর স্ত্রীকে । এই ঘটনার পিছনে বিজেপির হাত আছে জানালেও দিল্লি যাত্রার সিদ্ধান্ত নেন অভিষেক যদিও তাঁর স্ত্রী করোনায় সন্তানকে নিয়ে যাত্রা অসম্ভব জানিয়ে দেন । সোমবার ইডি অফিসে দীর্ঘক্ষণ জেরা করা হয় অভিষেককে । তবে শেষপর্যন্ত সব প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে এসে বেশ রণমূর্তিতে দেখা যায় তাঁকে । বিজেপিকে হুঙ্কার দিয়ে তিনি বলেন , ” এসব ওদের চক্রান্ত ।

এখানে কেন্দ্রীয় সংস্থার কোনো দোষ নেই , তাদের যা বলা হচ্ছে তারা তাই করছে । তবে আমি এতে দমব না । ” 
অভিষেক বলেন , ” আমাদের কাছে বিজেপির ২৫ জন বিধায়ক তৃণমূলে যোগ দেবার জন্য যোগাযোগ করেছে । এবার কিন্তু আমি বিজেপির শেষ দেখে ছাড়বো । ”