Corona Test

সামনে আতঙ্ক আর মাঝে মানুষের ভিড় ; দুই মিলে যেনো সব বিধিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছে । সম্প্রতি , দেশের বিশেষজ্ঞ কমিটি সতর্ক করেছিলো সামনের যেকোনো মাসেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ আর সেই আশঙ্কাই যে সত্যি হচ্ছে , বর্তমানে দেশের করোনা সংক্রমনের চিত্র দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে । 
চারদিকে উৎসবের মরশুম । সামনে গণেশ পুজো থেকে দুর্গাপুজো সবেতেই মাততে তৈরি মানুষ ।

VoiceBharat News g484h3ho coronavirus india

তবে এর মাঝেই ভয়ঙ্কর হচ্ছে করোনা । আজ দেশে একলাফে ১৪% বাড়লো সংক্রমণ যা অনেকের বুকে ভয় ধরিয়ে দিয়েছে । পরিসংখ্যান অনুযায়ী , আজ দেশে করোনা আক্রান্ত ৪৩২৬৩ জন এবং করোনায় মৃত সংখ্যা ৩৩৮ জন । চল্লিশ হাজারের ওপর সংক্রমণ হওয়া সত্ত্বেও পুজোয় কেনাকাটিতে যে হারে ভিড় হচ্ছে তা আরো চিন্তায় ফেলেছে সরকারকে ।

VoiceBharat News 335704 corona update 1

 
রাস্তা ঘাটে এতো মানুষের ভিড় যে তৃতীয় ঢেউ ডেকে আনতে পারে সে বিষয়ে সতর্ক করেছে চিকিৎসকরা । তাদের কথায় , ” কেরল ও মহারাষ্ট্রে করোনার হাল খুব খারাপ ফলে এখন যদি মানুষ সতর্ক না হয় তবে তৃতীয় ঢেউ আমরা আটকাতে পারবো না । ” এখন , সতর্কতা মেনে উৎসবে মানুষ ভিড় এড়াতে পারবে কিনা সেদিকেই নজর সকলের ।