VoiceBharat News IMG 20211228 113936

করোনো আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেটের ‘মহারাজা’ বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সোমবার রাতেই তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে ভর্তি রয়েছেন সৌরভ।

VoiceBharat News 319ae2a72a4964b0336ad6b75ced5e37 original


২০২২-এ আয়োজিত হতে চলেছে আইপিএল সিরিজ। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেসম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেছিলেন,”আমি মনে করি আমরা খারাপ সময় পেরিয়ে গেছি। আশা করছি আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটা যেহেতু ভারতেরই টুর্নামেন্ট তাই ভারতে খেলা হলে আলাদা আকর্ষণ তৈরি হয়। এখন তো আন্তর্জাতিক সিরিজও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। তাই আমরা মনে করছি সবচেয়ে খারাপ সময়টা আমরা পার করে এসেছি। আইপিএল ভারতেই আয়োজন করার ব্যাপারে আমি আশাবাদী।” সৌরভের এই বক্তব্যের পরেই আচমকা কাল রাতে কোভিড আক্রান্ত হওয়ার খবরে ভারতীয় ক্রিকেট মহলে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। দাদার শরীর নিয়ে অগনিত মানুষ উদ্বেগে রয়েছেন।

ওদিকে দেশজুড়ে ওমিক্রন নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গোটা দেশের ২১টি রাজ্যে এমূহুর্তে মোট ৬৫৩ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারই মধ্যে কালকের পাওয়া খবরে সৌরভ গাঙ্গুলীর কোভিড আক্রান্ত হওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ অসংখ্য ক্রিকেটপ্রেমীর।

কিছুদিন ধরেই সর্দিকাশি ও সামান্য উপসর্গ দেখা দিয়েছিল। সোমবার রাতে কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরেই দেরি না করে তাড়াতাড়ি সৌরভকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। চিন্তিত হলেও আশঙ্কার কিছু নেই, সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলেই চিকিৎসকরা জানিয়েছেন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com