Amit Shah

বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। উপনির্বাচনের আগে এই সাক্ষাত্‍কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এদিন প্রায় পনেরো মিনিট তাঁরা কথা বলেন। কী নিয়ে কথা হয়েছে তা সম্পূর্ণ জানা না গেলেও শুভেন্দু কিছুটা টুইটে তার আভাস দিয়েছেন।
বুধবার অমিত শাহের সাথে দেখা করার করার কথা ছিল শুভেন্দুর।

VoiceBharat News fhf

কিন্তু অমিত শাহ সময় দিতে পারেননি। তাই আজ এই সাক্ষাত্‍ হল। বুধবার যদিও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ও হরদীপ সিংহ পুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। বিধানসভা নির্বাচনের পরে এই নিয়ে তিনবার দিল্লি গিয়ে শাহের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু। শুভেন্দু যতই বলুন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে তা মানতে অনেকেই নারাজ। কারণ সম্প্রতিই সিবিআই তদন্তে আদালতের রায়ে কিছুটা স্বস্তি মিললেও জটিলতা এখনও সম্পূর্ণ কাটেনি। অন্যদিকে, চন্দ্রিমা ভট্টাচার্য তাঁকে একটি নোটিস দিয়েছেন। আবার এই মাসের ৩০ তারিখ ভবানীপুরে নির্বাচনের দিন ঘোষণা হলেও এখনও প্রার্থী দেয়নি বিজেপি। জানা গেছে, ছয়টি নাম দিল্লিতে পাঠানো হয়েছে। তার মধ্যে থেকেই কেন্দ্রীয় নেতৃত্ব একজনকে বেছে নেবেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী ও শাহের সাক্ষাতকে অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।