tokyo paralympic

টোকিও প্যারালিম্পিকে ভারতীয় খেলোয়াড়রা যে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন তা অনস্বীকার্য ।সেই তালিকায় যোগ দিয়ে দেশ পেলো নিজের সোনার মেয়ে এবং সঙ্গে একাধিক পদক । সকাল হতেই আসতে থাকে একের পর এক খুশির খবর ।

VoiceBharat News PARALYMPICS 2020 SHOOTING 22 1630297082107 1630297127499

তবে সবচেয়ে খুশির হলো অবনী লেখারার সোনার পদকপ্রাপ্তি । টোকিওতে অনুষ্ঠিত ইভেন্টে এই প্রথম সোনা পেলো ভারত ; মহিলাদের ব্যক্তিগত শুটিং ইভেন্টে ইতিহাস রচনা করলেন অবনী । ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে অবনীর স্কোর ছিলো ২৪৯.৬ । ২০১২ সালে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পান এই খেলোয়াড় তবে খেলার প্রতি তাঁর ভালোবাসা তাঁকে ও পুরো দেশকে এনে দিলো সোনার সন্মান । অবনী লেখারার পদক জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি । 
সোনাতেই থেমে থাকেনি ভারতের পদক স্বপ্ন । এদিন পুরুষদের ডিসকাস থ্রো এর ইভেন্টে রূপো যেতেন যোগেশ কাথুনিয়া । এছাড়াও , বিনোদ কুমার ও এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন । এছাড়া জ্যাভলিনে ইতিহাস গড়ে ঝাঝারিয়া ও সুন্দর সিংহ পদক জিতেছেন । এখন , পরবর্তীতে আরো পদকের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী তা বলা যায় ।