TMC

তৃণমূল ও বিজেপির দ্বন্দ্বে মেতে উঠেছে ত্রিপুরার রাজ্য রাজনীতি । তৃণমূলের হটাৎ উঠে আসার ফলে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কপালে যে চিন্তার ভাঁজ পড়েছে তা বলা যায় । তবে এর মাঝেই একি হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি দেখে নিন । 

VoiceBharat News mamata biplab deb


ত্রিপুরায় বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল । রাজ্য দখলের উদ্দেশ্যে তৃণমূলের ছোটো বড় নেতারা ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয় তবে সেখানে তাদের মার খাওয়াকে কেন্দ্র করে ঘটতে থাকে একের পর এক বিক্ষোভ । এরপরে দেখা যায় , ত্রিপুরার এক প্রাক্তন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন । আর তারপর হটাৎ সেই কাউন্সিলরের গ্রেফতার হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো ত্রিপুরা । 
বিপ্লব দেব জানান , যারা নিজেদের দোষ লুকোতে অন্য দলে যোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে । মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাব তৃণমূল কিভাবে দেয় সেইদিকে তাকিয়ে এখন গোটা রাজ্য ।