VoiceBharat News mamta 1 jpg

ভবানীপুরে (Bhabanipur By Poll Results) বিপুল জয় পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমস্ত রেকর্ড ভেঙে এবার ৫৮৮৩৫ ভোটে জিতলেন তৃণমূল নেত্রী। এরপর নিজের কালীঘাটের বাসভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। ভবানীপুরে মা-ভাই-বোনেদের, সারা ভারত, সারা বাংলার মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ভবানীপুরে এক লক্ষ ১৫ হাজারের মতো ভোট হয়েছিল। কম ভোট পরা ভবানীপুরের অবশ্য ট্রেন্ড। এবার ৫৮৮৩৫ ভোটে জিতেছি তবে ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে এসেছেন, তাতে উচ্ছ্বসিত। কোনও ওয়ার্ডে এবার আমরা হারিনি যা রেকর্ড।’

ভবানীপুর

ভবানীপুর উপনির্বাচনের শুরু থেকে একে ভারত জয়ের সূচনা প্রচার করেছিল তৃণমূল। এদিন বিপুল জয়ের পর স্বস্তি দেখা দেয় তৃণমূল নেত্রীর গলায়। তিনি বলেন, ‘ভবানীপুরের ভোট পার্সেন্টেজ ৪৪ শতাংশ কিন্তু অবাঙালি। সমস্ত ভাষাভাষীর মানুষ আছেন এখানে এবং তারা শান্তিতে ভোট দিয়েছেন। বাংলা আঘাত পায় নন্দীগ্রামের ফলাফলে। অনেক চক্রান্তকে জব্দ করে দিয়েছেন ভবানীপুরের মানুষ।মানুষের কাছে আমরা চিরঋণী। আমরা সকলে তাঁদের মনে রাখব।’

এদিন তিনি ভিকট্রি সাইন দেখাননি। ভবানীপুর ছাড়া জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটের ফলপ্রকাশের বিষয় নিয়ে তিনি বলেন, ”আমি ভি দেখাব না, আমি তিন দেখাব। তিনটে সিটে লড়াই হয়েছে যেখানে আমরা জিতছি। বাংলা ভারতকে পথ দেখাবে।”

এবারের ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পান মোট ৮৪৭০৯ ভোট, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ২৬৩২০ ভোট ও সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পান ৪২০১ ভোট।