VoiceBharat News 1637722070 bar1

দুর্গাপুরে পথে নামল পদ্মশিবির, দাবি– রাজ্যসরকারকে পেট্রোল ডিজেলের ভ্যাট কমাতে হবে। ভিড় কেমন হল বিজেপির মিছিলে? এই নিয়েই তর্কে মেতে উঠল রাজনৈতিক মহল। একাংশের দাবি, রীতিমতো নজর কাড়া ভিড়। তেমনই আরেক অংশ তুলনা টানছেন দুর্গাপুরে বিজেপিরই পুরোনো মিছিলের সঙ্গে, সেই অনুযায়ী এদিনের ভিড় নাকি কিছুই নয়!

VoiceBharat News IMG 20211124 140636


‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ’- এই পুরোনো প্রবচন বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোকে বিচার করতে এখন আর যথেষ্ট নয়। ‘লঙ্কা’-কেন্দ্রীয় সরকার সম্প্রতি পেট্রোপণ্যে সামান্য হলেও শুল্ক কমিয়েছে; সেই তারাই বিরোধী দল হিসেবে ‘লঙ্কা’- রাজ্যসরকারের বিরুদ্ধে পেট্রোলের ভ্যাট কমানোর জোরালো দাবিতে মিছিলে নামল দুর্গাপুরে।


দীপাবলির প্রাক মূহুর্তে পেট্রোল ডিজেলের ওপর শুল্ক কমিয়েছে বিজেপি সরকার, সেই ভিত্ততে ২৩ টি রাজ্যে ইতিমধ্যে পেট্রোল ডিজেলের দাম কমলেও, পশ্চিমবঙ্গ সরকার এখনও দাম কমায়নি। সেই দাবিতেই দুর্গাপুরের বেনাচিতি থেকে ভিড়িঙ্গি পাঁচমাথার মোড় অবধি দীর্ঘ পদযাত্রা করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।


এই মিছিলের লোক সমাগম নিয়ে প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা মৃগেন্দ্রনাথ পাল বলেন, “হাতে গোনা কয়েকজন, বড়জোর শ’তিনেক লোক নিয়ে পদযাত্রা করেছে বিজেপি। মানুষ যে ওঁদের পাশে নেই সেটা এদিন বুঝে গেছেন বিজেপি নেতৃত্ব” । অপরপক্ষে দিলীপ ঘোষ বলেন, “আবার নির্বাচন এলে দেখবেন ভিড় কাকে বলে! এখন পেট্রোল ডিজেলের দাম কমানোর জন্য লড়াই হচ্ছে”।

VoiceBharat News IMG 20211124 140606


আসলে ভিড়ের তুলনাটা চলছে এই একই জায়গায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মিছিলের সঙ্গে। সেইসময় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ একাধিক নেতা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। স্থানীয় লোকের মতে তখনকার ওই মিছিলে ভিড়ের ফলে আনন্দগোপাল সরণী পুরোপুরি আটকা পড়ে গিয়েছিল। রাস্তার লোক তো বটেই, এমনকি আশেপাশের বাড়ির বারান্দা, ছাদ পর্যন্ত লোকে লোকারণ্য ছিল।


সেই তুলনাই টানছে তৃণমূল। অবশ্য এই ভিড় নিয়ে জরিপের পেছনে কিছুটা হলেও কাজ করছে আসন্ন পুরভোটের আগাম সংকেত। সেই প্রসঙ্গ তুলেই বিজেপির পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, “তৃণমূল বুঝে গেছে পুরভোটে হালে পানি পাবেনা। তাই দুটি পদযাত্রাকে গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে”।
বিধানসভা নির্বাচনের ফলাফল বিচার অনুযায়ী দুর্গাপুরের মোট ৪৩ টি ওয়ার্ডের ২৮টি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে ছিল সন্দেহ নেই। তবে নামপ্রকাশে অনিচ্ছুক দুর্গাপুরের এক পুলিশ কর্তা জানিয়েছেন — পুলিশের খাতাকলমে এদিনের মিছিলে ৪০০ জনের মতো লোক হয়েছে।


উল্লেখ্য, এদিন পেট্রোপণ্যের দাম কমানোর দাবিতে মিছিলে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুুরী, দুর্গাপুর- আসানসোলের অন্যতম সংগঠক লক্ষণ ঘোড়ুই, দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রমুখ।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com