VoiceBharat News images 58 23

যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়’- গানটা মনে পড়ছে ?হ‍্যাঁ  ঠিক ধরেছেন গানটা  জীবনমুুখী গানের শ্রষ্টা নচিকেতা চক্রবর্তীর।জীবনমুখী গান দিয়েই সকলের মন জয় করে নিয়েছেন যিনি।পুজোর আগে আবারও গানের ডালি নিয়ে  আসছেন তিনি।নচিকেতার  নিজের লেখা কথায় গাইলেন নতুন গান তোমার দু’চোখে আকাশ’।

VoiceBharat News images 58 22

এবার তিনি প্রথম শ‍্যামা সংগীত ও গাইলেন। তাঁর গাওয়া গানে প্রেম থেকে বিরহ সবই ধরা পড়েছে।আবার তিনি লিখেছেন ‘পৌলমী’,’ও ডাক্তার’,’সরকারীকর্মচারীর’ এর  মত সব গান।বার বার নতুন আঙ্গিকে নিজেকে তুলে ধরেছেন। স্পষ্ট কথা বলার মানুষটার মতই ধারাল তাঁর লেখা গান।পুজোর প্রাক্কালে আবারও গানের ডালি সাজিয়ে রেকর্ডিং স্টুডিওয় দেখা গেল নচিকেতাকে। নিজের লেখা গান রেকডিং করলেন সঙ্গে ডুয়েট করলেন আমেরিকার প্রবাসী সুপর্ণা বিশ্বাস।তবে পুজোর গান নিয়ে অনেকটা  হতাশা দেখা গেল শিল্পীর কথায়। 

নচিকেতা চক্রবর্তী এই প্রথমবার নিজের লেখা গান ছাড়াও শ্যামা সংগীত রেকর্ড করলেন। প্রথমবার শ্যামা সংগীত পূজোর গান হিসাবে উপহার দিলেন তাঁর শ্রোতাদের।জীবনমুখী গানের শ্রষ্টা জানান গানটি তাঁর কাছে  চ্যালেঞ্জ ছিল। গানটি রেকর্ড করে তিনি খুশী।গোবিন্দ প্রামাণিক ‘তোকে শ্যামা’ গানটি লিখেছেন সুর দিয়েছেন রাজকুমার রায়।এই প্রথম তাঁর শ‍্যামা সংগীত রেকডিং হল।  আগে পুজোর সময় নতুন গানের অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশিত হত।বর্তমানে সেই রেওয়াজ উঠেই গেছে প্রায়।

VoiceBharat News images 58 21

পূজোর গানের জনপ্রিয়তা ছিল তখন। মুম্বই থেকে শিল্পীরা এসে রেকর্ড করতেন।বেশ কয়েক বছর তা আর প্রায় নেই।ভাঁটা পড়েছে পূজোর গানে।শিল্পীরা তেমন কদর পায়না । বদলেছে সময় ,রেকর্ডের দিন ফুরিয়েছে।শ্রোতারা  ডাউনলোড করে  গান শোনেন ।শিল্পীর স্বীকৃতি, কদর কমেছে।এখন চলছে অতিমারির আবহ‌।কঠিন এই সময়ে নচিকেতা সেই গানটি বার বার মনে করিয়ে দেয় ‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’। আবার পরিবেশ পরিস্থিতি বদলাবে।গান রেকডিং এর সুদিন ফিরবে।