farakka barriage

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলির বাড়ছে জলের স্তর, জারি করা হয়েছে হলুদ সতর্ক বার্তা। এতে তলিয়ে যেতে পারে বাংলাদেশের বেশ কয়েকটি গ্রাম। জানা যায় ৬০ টি ওয়াটার গেট খুলে দিয়েছে ভারত। সুত্র অনুসারে জানা যায় পশ্চিমবাংলা সহ সিক্কিম ও ভুটানে হওয়া ভারী বৃষ্টির ফলেই নেওয়া হয় এই পদক্ষেপ।

জলের স্তর বেড়ে যাওয়ার কারনে খুলে দেওয়া হয়েছে ৪৪ টি গেট। এর পরেও ফারাক্কার ৮ টি খোলার কথা জানিয়েছেন প্রসাশন। বুধবার জল ছড়ার পরিমান ছিল প্রায় ১৪০০ কিউসেক। এছাড়া জলের চাপ বেড়ে যাওয়ায় ঝাড়খান্ডের তিলপাড়া ব্যারেজের ৫ টি গেট খুলে দেওয়া হয়েছে।

অন্য দিকে বিহার ও পশ্চিম বাংলার লাগোয়া দামোদর নদের ব্যারেজের ৩ টি ওয়াটার গেট খুলে দেওয়া হয় বলে জানা গেছে।

একই ভাবে টানা বৃষ্টি হলে বাড়তে থাকবে তিস্তার জল। ফলে ভেসে যেতে পারে বাংলাদেশের বেশ কয়েকটি গ্রাম ও তীরবর্তী অঞ্চল।

এর ফলে ভারতের প্রতি বাংলাদেশি দের বিক্ষুব্ধ মনোভাব তৈরি হচ্ছে।

উল্লেখ্য, ভারত খড়া মৌসুমে জল আটকে রাখে যার ফলে বাংলাদেশের নদী গুলো শুকিয়ে যায় এবং পলি জমে ভরাট হয়ে যায়। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত হারে জল ছাড়ার জন্য সেই জল নদী দিয়ে প্রবাহিত না হতে পেরে লোকালয়ে প্রবেশ করে, ফলে সেখান কার মানুষ দের প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com