VoiceBharat News download 6

পাকিস্তান টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামার এক দিন আগেই ১২ জনের দল ঘোষণা করল। এখনও পর্যন্ত প্রথম এগারো ঘোষণা করেনি বাবর আজমের দল। রবিবার ম্যাচের আগে প্রথম এগারো ঘোষণা করতে পারে তারা সেই সম্ভবনা থেকেই যাচ্ছে।

VoiceBharat News images 77
ছবি আনন্দবাজার থেকে সংগৃহীত


ভারতের বিরুদ্ধে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এবার দল গঠন করেছে পাকিস্তান।অধিনায়ক বাবর আজম ছাড়া সেই দলে রয়েছেন মহম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারা।দলে রয়েছেন ফখর জামান, আসিফ আলির মতো মারকুটে কিছু ব্যাটার। থাকছেন উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ান।সরফরাজ আহমেদ জায়গা পাননি এ দলে। অলরাউন্ডার হিসাবে রয়েছেন ইমাদ ওয়াসিম, শাদাব খান।

VoiceBharat News images 82 2


দলের বোলিং বিভাগও এবার কিন্তু বেশ শক্তিশালী।হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফকে জায়গা দেওয়া হয়েছে। প্রথম বারোতে জায়গা পেয়েছেন তরুণ হায়দার আলি।তিনি চমক হয়ে উঠতে পারেন ভারতের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে মুখোমুখি হবে দু’দল।

VoiceBharat News images 79 1


আসিফ আলি এবং খুশদিল শহ ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সুতরাং তাদেরকে দলে নেওয়া হয়েছে নিশ্চিন্তে।
দলে মূলত মিডল অর্ডারে পাওয়ার হিটারদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।আসিফের স্ট্রাইক রেট ১২৩.৭৪। ২৯টি টি ২০ ম্যাচ খেলেছেন‌। অন্যদিকে খুশদিলের স্ট্রাইক রেট ১৩৪ এর কাছাকাছি।১৫ জনের দলে ২জন উইকেট কিপার ব্যাটসম্যানকে রাখা হয়েছে।
৪ জন নামকরা অলরাউন্ডার জায়গা পেয়েছে দলে।ফাকার জামান,উসমান কাদির এবং শাহনাওয়াজ দাহানিকে দলের সাথে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। অর্থাৎ ১৫ জনের মধ্যে কেউ চোট আঘাতের কারণে যদি ছিটকে যায় তাহলে এই তিনজনের মধ্যে কেউ একজন দলের সাথে যোগ দেবেন।