tmc

ভবানীপুর কেন্দ্রে ভোট নিয়ে চর্চা চরমে । সদ্য পাওয়া খবর অনুযায়ী , আগামী ৩০ শে সেপ্টেম্বর মমতার কেন্দ্রে ভোটের দিন স্থির হয়েছে আর এর আগেই দিদির বিরুদ্ধে বিজেপি পদপ্রার্থী কে হতে চলেছে সেই নিয়ে বেঁধে গেলো দ্বন্দ্ব । 
বিজেপির এক অংশের দাবি , রুদ্রনীল ঘোষকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে পদপ্রার্থী করা হোক কারণ হিসেবে জানা যাচ্ছে , দিদির প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কোনো বড় নাম আপাতত দলের কাছে প্রস্তুত নেই ।

VoiceBharat News 75e593b63467e84d848cce630dc9a66d 1617348280017 1620014130316

তবে বাঁধ সেধেছে দিলীপ ঘোষ । শোনা যাচ্ছে , রুদ্রনীলকে টিকিট দেওয়ার পক্ষে সায় নেই দিলীপের তাই নিয়ে শুরু হয়েছে তরজা । রুদ্র না হলে তবে দিদির বিরুদ্ধে দাঁড়াবে কে সেই প্রশ্নের মাঝে শোভনদেবের কাছে রুদ্রনীলের ভোটে পরাজয় যে তাকে ভবানীপুরের টিকিট দেওয়ার ক্ষেত্রে একটা প্রশ্ন তুলেছে তা অনস্বীকার্য । 

VoiceBharat News vgbm


উপনির্বাচনে খুব বেশি আশা দেখছে না বিজেপি কেন্দ্র নেতৃত্ব । বিধানসভায় ভরাডুবি যে এর পিছনে কারণ তা আন্দাজ করা যায় । তবে রাজ্য নেতৃত্ব হাল ছাড়তে নারাজ । শান্তিপুর , খড়দহ , দিনহাটা ও  ভবানীপুরের মতো আসনে কিভাবে ভালো প্রার্থী বেছে অন্ততপক্ষে লড়াই চালানো যায় সেই ভাবনাই এখন বিজেপির অন্দরে ।