phone

বেশ কিছু বছর ধরে মার্কেটে Redmi এবং Realme এর প্রতিদ্বন্দ্বিতা সকলেরই জানা । তাই  Realme কে টক্কর দিতে স্মার্টফোনের বাজারে আসতে চলেছে Redmi কোম্পানির আলোড়ন ফেলে দেওয়া সেট Xiaomi Redmi K40 নামক নতুন সংযোজন । দেরি না করে এই মোবাইলের স্টাইল এবং সকল Features জেনে নেওয়া যাক । 


বেশ কিছুদিন ধরে শোনা যাচ্চিলো , Realme 8s মার্কেটে আসতে চলেছে তবে এবার আগ্রহের কাঁটা অভিমুখ বদলে Redmi এর নতুন সংযোজন ‘ K40 ‘  এর পথে । ৬.৬৭ ইঞ্চি ফুল HD ডিসপ্লে এবং gorilla glass 5 এর ওপর ভর করে মার্কেটে পপুলার স্মার্টফোনটি ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে । এছাড়াও Snapdragon 870 এবং octa core প্রসেসর যুক্ত Redmi এর এই সেট দ্রুত লঞ্চ করবে বলে জানা যাচ্ছে ।  

VoiceBharat News xiaomi redmi k40 gam


Memory : Xiaomi Redmi K40 ফোনটির RAM যেখানে ৬ জিবি সেখানে ১২৮ জিবি পর্যন্ত ROM বিশিষ্ট features আপনাকে মুগ্ধ করবে । 
Camera : এখনকার বিশ্ব ক্যামেরার জাদুতে মগ্ন । কোন ফোন কতো ভালো ছবি তোলে কিংবা কোন ফোনে তোলা সেলফি অন্যদের বাজি মারবে সেইসব দেখে অনেকে ফোন চয়েস করেন । আর সেইদিক মাথায় রেখে কোম্পানি এই ফোনে ৪৮ , ৮ এবং ৫  মেগাপিক্সেলের তিন তিনটি ক্যামেরা যেমন রেখেছে তেমনি ফ্রন্ট ক্যামেরা ২০ মেগাপিক্সেল আবার সঙ্গে ক্যামেরায় পেয়ে যাবেন অসংখ্য features । 


Battery : Xiaomi Redmi K40 এর ব্যাটারি ৪৫২০ MH এবং USB type C চার্জার কাস্টমারদের মুখে হাসি ফোটাবে বলেই আশা রয়েছে । 
ফোনটি এবছরের নভেম্বর মাসের ১০ তারিখ মার্কেটে আসতে চলেছে এবং মানুষের মধ্যে উত্তেজনা যে চরমে পৌঁছাচ্ছে তা বলা যায় ।