VoiceBharat News IMG 20210930 142431

“তাঁকে জেতান, মাকে জেতান”। সোশ্যাল মিডিয়ায় নিজের পেজে আজ এই ভাষাতেই আহ্বান জানালেন তৃণমুলের তরুন মুখ দেবাংশু ভট্টাচার্য।


মমতা ব্যানার্জীকে ‘মা’ সম্বোধন করে আবেগাপ্লুত দেবাংশু এই ফেসবুক পোস্টে উজাড় করে দিয়েছেন মমতাকে জেতানোর আবেদন।
মন মাতানো ‘খেলা হবে’ জিঙ্গেলের স্রষ্টা আজ খুলে দিয়েছেন তাঁর ভাষার ঝুলি।
যুক্তিকে শব্দের মায়াজালে সাজিয়ে এমনভাবে উপস্থাপিত করেছেন এই তরুন, অন্তত একবার সে জালে আটকাতেই হবে।

“কিভাবে একটা ভেঙে পড়া সিস্টেমকে দশ বছরের অক্লান্ত পরিশ্রমে মাথা তুলে দাঁড় করালেন ” সেই কাহিনী স্মরণ করালেন দেবাংশু।

মমতার হাত ধরেই “অনিশ্চয়তার অন্ধকারে বেঁচে থাকা মানুষগুলোর জীবনে প্রদীপ জ্বলে ওঠা” সে ইঙ্গিতও করেছেন প্রাঞ্জল ভাষায়।

https://www.facebook.com/510483432617087/posts/1571570503175036/


এরপরই মমতাকে কেন্দ্র করে একাধিক ব্যঙ্গ বিদ্রুপকে নিশানায় উড়িয়ে লিখেছেন “তাঁরই সস্তা হাওয়াই চপ্পলের এঁকে দেওয়া মসৃণ পথে বাংলার হেঁটে চলা, দৌড়তে শেখা।… তাঁর সাদা শাড়ির শুভ্র আভায়  চিরশীতঘুমে গত একটুকরো অঙ্গরাজ্যে আজ জাগরণী চিরশরতের আমেজ…”


এভাবেই মমতা ব্যানার্জীকে বাংলার জাগরণের প্রতিভু করে তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। জাগরণের প্রতিভু করে তুলেছেন দেবাংশু ভট্টাচার্য।  নিজস্ব বাচন ভঙ্গিতে স্মরণ করিয়ে দিয়েছেন রাস্তাঘাট উন্নয়নের কথা –” তাঁর ম্যাজিকস্টিকের ছোঁয়ায় ওয়েস্ট বেঙ্গল হতে বেস্ট বেঙ্গলের সুগম যাত্রাপথ আর…ঘামে, রক্তে, স্নেহে, প্রতিজ্ঞার জেদে  জিরো থেকে হিরো হওয়া এক রাজ্যের স্বর্ণালী উপাখ্যান …”।

VoiceBharat News ei samay 1 2


এই উপাখ্যানের চিত্রকল্প সামনে রেখেই তরুন দেবাংশু মমতা ব্যানার্জীকে জয়ী করার আবেদন জানিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ গানে মেতে উঠেছিল বাংলা। এবার সেই গানেরই স্রষ্টার ডাকে কতটা সাড়া দেবে ভবানীপুর! সেটাই দেখার অপেক্ষা। 

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com