জানা যাচ্ছে শুধু অবহাওয়া, দুর্যোগ বা সমুদ্র সীমার উপর নজর দারি ছাড়াও এই চীনা স্যাটেলাইট টি জানান দেবে শত্রুর আক্রমনের খবর।

শনিবার চীনের তাইওয়ান উথক্ষেপন কেন্দ্র থেকে ল্যঞ্চ করা হয় এই স্যাটেলাইট টি। এক সাথে ৫ টি কৃত্রিম উপগ্রহ মহকাশে ল্যঞ্চ করেছে চীন। এর থেকে চীন নজর দারি করতে পারে তার শত্রু দেশে দের উপর। চীনা শত্রুদের কাছে এটি একটি দুঃসংবাদ বলে মনে করেন সংশ্লিষ্ট জনেরা।

চীন নিজের সমুদ্র সীমায় নজর দারি রাখার জন্য তথা তার সমুদ্র সীমার আসে পাশের দেশ গুলির বিভিন্ন রকম কার্জকলাপ নজর রাখার জন্য লঞ্চ করেছে এই স্যাটেলাইট।

এছাড়াও স্যাটেলাইট টির কাজ হল কোনো রকম দুর্যোগ অথবা আবহাওয়ার বিষয়ে আগাম জানান দেওয়া।

শনিবার চীনের তাইওয়ান প্রভিন্সের উথক্ষেপন কেন্দ্র থেকে স্থানিও সময় বেলা ১১ টায় সফল ভাবেই ল্যঞ্চ করা হয় এই স্যাটালাইট টি।

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com