School Student

স্কুল খুললেই যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে তা আগেই সতর্ক করেছিলো সকলে । এবার সেই আশঙ্কাই সত্যি হলো । স্কুল খুলতেই প্রায় আড়াই লক্ষ শিশু আক্রান্ত আর এতেই চিন্তায় ঘুম ছুটেছে প্রশাসনের । 
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে ।

VoiceBharat News students exams schools closed PTI

স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন তবে চিন্তার রেশ থেকেই যায় । আর সেই চিন্তা আরো ভয়ঙ্কর হলো এই পরিসংখ্যানে ; আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এন্ড চিলড্রেন্স হসপিটাল এসোসিয়েশনের তরফে জানানো হয় , স্কুল খোলার পর এক সপ্তাহে প্রায় আড়াই লক্ষ শিশু আক্রান্ত হয়েছে । এই সংক্রমণ যে আরো বাড়ার আশঙ্কা রয়েছে তাও বলা হয়েছে । ফলে প্রশাসন যে এই বিষয় নিয়ে চিন্তায় আছে তা বলা যায় । 

VoiceBharat News vbhgn


আমাদের দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনো যায়নি সঙ্গে রয়েছে তৃতীয় ঢেউয়ের সতর্কতা । এই ঢেউয়ে শিশুরা যে বেশি আক্রান্ত হবে তা জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি । ফলে , কয়েকটি রাজ্যে স্কুল খুলে গেলেও এই খবর যে তাদের চিন্তায় ফেলবে তা অনস্বীকার্য ।