buxwaha forest

পৃথিবীর সব থেকে বড় স্ক্যাম যদি কিছু হয়ে থাকে তাহলে সেটি হল ড্যায়মন্ড স্ক্যাম। কিছু বড় বড় কম্পানি নিজেদের লাভের জন্য বহু রকম অ্যাডভারট্যাইসের মাধ্যমে মানুষের মাথায় ঘর করেছে “হীরা হ্যা সদা কে লিয়ে”। এর থেকে বাদ জায়নি ভারত।

VoiceBharat News

ভারতের মধ্যপ্রদেশে ছত্তরপুর জেলায় অবস্থিত বক্সওয়াহা ফরেস্ট যেটি একটি বড় এলাকা জুড়ে বিস্ত্রিত যেখানে পাওয়া গেছে প্রায় ৩৪ মিলিওনের মত রাফ ড্যায়মন্ড। এটি আজ অবধি পাওয়া ভারতের সব থেকে বড় ড্যায়মন্ড মাইন। কিন্তু সমস্যা এটা নয় সমস্যা টি শুরু গাছ কাটা নিয়ে এই ড্যায়মন্ড মাইন টির কারনে কাটা যাবে বক্সওয়াহা ফরেস্টের প্রায় ২.১৫ লক্ষ গাছ এবং এতে ক্ষতি হতে পারে ৩৮২ হেক্টর জঙ্গল যা পুরো বক্সওয়াহা জঙ্গলের ১০ ভাগের ১ ভাগ। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার রিও টিনটো নামের এক মাইনিং কম্পানি কে ৯৫৪ হেক্টর জমি মিনিং করতে দেওয়া হয় কিন্তু ২০১৬ অবধি মিনিং শুরু না হওয়া তে ২০১৯ সালে আবার এই প্রোজেক্ট টি আবার বিড করা হয় এবং এইবার কনট্র্যাক টি পাওয়া গেছে ৩৮২ হেক্টরের জন্য। কিন্তু এই ভাবে গাছ কেটে ফেললে আসতে পারে প্রাকৃতিক দুর্যোগ এবং সেখান কার স্থানীয় বাসিন্দা দের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই নিয়ে নেটিজেন দের মধ্যে ছড়িয়েছে বিক্ষোভ ও চাঞ্চল্য ইতি মধ্যেই ফেসবুক ও ট্যুইটার এ ট্রেন্ড করছে হ্যাসট্যাগ “#savebuxwahaforest” । সম্প্রিতি প্রকৃতি কে বাঁচাতেই নেটিজেন রা তুলেছেন এই অস্ত্র।

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com