VoiceBharat News 14a593a1ae1ed0bb64d3e04a66407ab6 original

আজ ১৫ জানুয়ারি ভারতীয় সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে কয়েকটি জরুরী বার্তা দিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর গঠনগত পরিকাঠামো সম্পর্কে বার্তা দেওয়ার পাশাপাশি পাক-জঙ্গি সম্পর্কেও সতর্ক বার্তা শোনালেন তিনি।

VoiceBharat News images 2022 01 15T183556.640


সেনা দিবসের অনুষ্ঠান মঞ্চে ভারতীয় সেনাপ্রধান জানান, চিনের সাথে অসম্প্রীতির কারণে আগের বছরটা চ্যালেঞ্জিং ছিল। তবে এবার সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। চতুর্দশতম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী  ইতিমধ্যেই বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিরস্ত্রীকরণ শুরু হয়ে গিয়েছে।

VoiceBharat News images 2022 01 15T183547.096

তবে পাকিস্তান সম্পর্কেও সতর্ক করলেন সেনাপ্রধান নারাভানে। তিনি বলেন, “সীমান্তের পরিস্থিতি গতবছরের তুলনায় ভালো হলেও পাকিস্তান এখনও সীমানার কাছে জঙ্গিদের আশ্রয় দিয়ে চলেছে। প্রায় ৩০০-৪০০ জঙ্গি ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে।”

এব্যাপারে ভারতীয় সেনারা সদা সতর্ক রয়েছে জানান তিনি। পাশাপাশি বলেন, সেনাবাহিনীতে মহিলা নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুই সেনা হিসেবে অংশগ্রহণ নয়, দক্ষতার পরিচয় দিয়ে উঁচু পদে দায়িত্বও পেতে পারেন তাঁরা। এটা নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। ৭৪ তম সেনা দিবসে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বায়ুসেনাতেও পুরুষদের পাশাপাশি মহিলা পাইলট নিয়োগ করা হবে, জানালেন সেনাপ্রধান নারাভানে।

VoiceBharat News IMG 20220115 151325
প্রসঙ্গত, আজ ৭৪ তম ভারতীয় সেনা দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সেনা শহীদদের প্রতি তিন সশস্ত্র বাহিনীর শাখা — পদাতিক বাহিনী, নৌসেনা ও বায়ুসেনার প্রধানেরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। যথাক্রমে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে, আর. হরিকুমার এবং ভি.আর.চৌধুরী শহীদস্মৃতিতে শ্রদ্ধা অর্পণ করেন। বিগত দুবছরের মতো এবছরও কোভিড স্বাস্থ্যবিধি মেনেই ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়েছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com