VoiceBharat News IMG 20220127 122008

এবারের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস সর্ব অর্থেই আলাদা। বিশেষ পরিস্থিতিতে স্বল্পসংখ্যক জনসমাগম নিয়েই শুধু অনুষ্ঠিত হয়েছে তাই নয়, এবারের প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানো হয়নি কোনো বিদেশী অতিথিদের। তার বদলে ৫৬৫ জন দেশীয় শ্রমিক ও প্রান্তিক জীবিকার সাথে জড়িত মেথর , ঝাড়ুদার এবং স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নার্সরা। ফলে কেন্দ্রের এই আয়োজন বিশেষ নজর কেড়েছে।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ২৫০ জন নির্মাণ শ্রমিক। যাদের মধ্যে একজন হলেন মালদার অধিবাসী অক্ষয় তাঁতী। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আমি গত ৫০ দিন ধরে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সাথে যুক্ত রয়েছি। এর আগে ভাদোদরায় আলাদা এক সংস্থায় কাজ করতাম। প্রথমবারের লকডাউনে সেই কাজ চলে যায়।” অক্ষয় তাঁতী জানিয়েছেন অন্নসংস্থানের অভাবে ভুগছিলেন তিনি। এই সেন্ট্রাল ভিস্তার নির্মাণকাজই তাঁকে এবং তাঁর পরিবারকে বাঁচিয়েছে।

VoiceBharat News IMG 20220125 165221


নির্মিত শ্রমিক ছাড়াও প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রিত হয়েছিলেন ১১৫ জন মেথর ঝাড়ুদার বা স্যানিটেশন কর্মী। তাঁদের একজন অশোক কুমার। বাহান্ন বছর বয়সী অশোক ২৫ বছর ধরে নিউদিল্লীর মিউনিসিপ্যালিটির সাফাই কর্মী। গাজিয়াবাদের অধিবাসী অশোক কুমার কনট প্লেস এলাকায় সাফাই কার্যে নিযুক্ত। করোনা পরিস্থিতিতে এলাকায় সাফাইকর্মী হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ পেয়ে ভীষণ খুশি হয়েছেন।

VoiceBharat News 1642464567 red road parade
আরো উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন নার্স ও স্বাস্থ্যপরিষেবার সাথে যুক্ত কর্মীরা। ৩৬ বছর বয়সী নার্স রেনু নগর ‘দ্য ট্রেনড নার্সেস অ্যাসোসিয়েশনের’ একজন সদস্য। ইনি অতিথি রূপে নিমন্ত্রিত বটেই, ইনি প্যারেডেও অংশ নিয়েছেন। প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হয়ে এসে তিনি আপ্লুত।
শ্রম ও পরিষেবার সাথে যুক্ত মানুষজদের উপস্থিতিতেই এবারের প্রজাতন্ত্র দিবসকে জনমুখী করবার চেষ্টা করল কেন্দ্রীয় সরকার।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com