VoiceBharat News 361499 6 1

কথিত আছে প্রেম বয়স, দেশ, কাল কিছুই মানেনা। সম্প্রতি এমনই ঘটনা ঘটল। ইচ্ছে থাকলে বর্ডার যে পেরোনো যায়, সেটা তো হালের হিন্দি ছবিতে সকলেই দেখে বাহবা দিয়েছেন। যদিও বাস্তবে সেটা কতজন দেখতে চান, সিনেমাটা আমাদের সামনে সেই প্রশ্নই রেখে দিয়ে গেছে।
এবার আর সিনেমা নয়, প্রেমের টানে বর্ডার পেরিয়ে ছুটে এলেন বাংলাদেশের তরুণী। এই প্রেম গড়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বাড়ি থেকে অন্য পাত্রের সাথে বিয়ে ঠিক হওয়ায় পালিয়ে এল বাংলাদেশের বগুরা জেলার মেয়ে।

VoiceBharat News IMG 20220118 164800


শনিবারই দিনহাটার সাহেবগঞ্জ বর্ডারে বিএসএফের ১২৯ নম্বর ব্যাটালিয়ানের হাতে ধরা পড়ে তরুণী। এরপর তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা করিয়ে সাহেবগঞ্জ থানার জিম্মায় তুলে দেয় জওয়ানরা।

কিন্তু কার জন্য বর্ডার টপকে পালিয়ে আসার এত বড় ঝুঁকি নিল এই তরুণী? এ সম্পর্কে তরুণী জানিয়েছে, “ফেসবুকে ওর সাথে আলাপ। তারপর ফোনে কথাবার্তা চলত। গত ৬ মাস ধরে ওর সাথে সম্পর্ক। ওর জন্যই এখানে চলে এসেছি। বাংলাদেশ থেকে বাসের করে সীমান্তের কাছে এসেছি।তারপর ভারতে ঢোকার সাথে সাথেই বিএসএফ ধরে ফেলল।”

VoiceBharat News 361499 6
মেয়েটি জানিয়েছে, অন্যত্র বিয়ের ঠিক হওয়াতেই এমন একটা দুঃসাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। কিন্তু মাত্র ৬ মাস সোশ্যাল মাধ্যমে একজনের সাথে পরিচিতি থেকে প্রেম, আর তার ফলে একেবারে সটান বর্ডার টপকে দেশান্তর?
এঘটনায় কাকে দায়ী করবেন! কাঁচা বয়সের আবেগ, নাকি সীমান্তের কাঁটাতারকে? সেটাই ভাবছে প্রশাসন।

VoiceBharat News IMG 20220118 164644

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com