VoiceBharat News IMG 20220310 231828

বর্তমানে আধারকার্ড এক অতি গুরুত্বপূর্ণ ডক্যুমেন্ট। ব্যক্তির পরিচয়পত্র তো বটেই; তাছাড়া রেশনকার্ড, প্যানকার্ড, ফোননম্বর সবকিছুরই লিঙ্ক করানো হয় আধার কার্ডের মাধ্যমে।

VoiceBharat News aadhaar 3

ব্যাঙ্ক, এয়ারপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই লাগে আধার কার্ড। এককথায় ব্যক্তিনাগরিক হিসেবে প্রতিটি সরকারি পরিষেবা এবং অনেক ক্ষেত্রে বেসরকারি পরিষেবার ক্ষেত্রেও ব্যক্তির আধারকার্ডকে প্রামাণ্য পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হয়। কিন্তু আপনার পাওয়া আধার কার্ডটি আসল (genuine) কিনা বুঝবেন কীকরে?

VoiceBharat News IMG 20220310 231258
নির্দিষ্ট ব্যক্তির আধার কার্ডে থাকে নির্দিষ্ট এবং অদ্বিতীয় একটি নাম্বার যাকে আধার নাম্বার বলা হয়। এই নাম্বারের সাথে একাধিক ডক্যুমেন্ট এবং জরুরি পরিষেবা যুক্ত থাকার ফলে ব্যক্তির সুরক্ষার জন্যেই এটি আসল না নকল বুঝে নেওয়া দরকার। কেননা অতীতে প্রাইভেট এজেন্সি মারফত তৈরি করানো বেশকিছু আধার কার্ড পরে জাল প্রতিপন্ন হয়েছে।

সব থেকে চিন্তার কারণটি হল, উগ্রপন্থী কার্যকলাপের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে জাল আধার কার্ড তৈরি করা হয়। আপনার বা অন্য কোনও ব্যক্তির আধার কার্ড নকল কিনা তা জানবার খুব সহজ উপায় রয়েছে, যা আপনি চাইলে যখন খুশী ভেরিফাই করে নিতে পারেন।

VoiceBharat News ei samay 6
১)প্রথমে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করুন resident.uidai.gov.in/veryfy এই অ্যাড্রেসে।
২) যে আধার কার্ডটি যাচাই করতে চান সেই নম্বর পুট করুন।
৩) ক্যাপচা অর্থাৎ পরীক্ষার জন্য দেওয়া ডিজিট ও অক্ষরগুলি চিহ্নিত করে টাইপ করে verify তে ক্লিক করে দিন।

৪) সাথে সাথেই একটি পেজ খুলবে যেখানে আধার কার্ডটির স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে।

যদিও গোপনীয়তা বজায় রাখতে এই পেজে আধার কার্ড হোল্ডারের নাম, ঠিকানা বা সম্পূর্ণ মোবাইল নাম্বার দেখতে পাওয়া যাবেনা। এছাড়া সমস্ত তথ্য আর মোবাইল নম্বরের শেষ তিন ডিজিট আপনি দেখতে পাবেন।

উল্লেখ্য, এই ওয়েবসাইটে আধার কার্ডটির অস্তিত্বই প্রমাণ করছে আপনার পরীক্ষিত আধার কার্ডটি আসল। অন্যথা হলে সেটা এই ভেরিফিকেশন মারফতই জেনে নিতে পারেন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com