VoiceBharat News IMG 20220323 142514

৯০ দশকে কাশ্মীরি পন্ডিতদের হত্যা ও কাশ্মীর ছেড়ে প্রাণ হাতে পালানোর কাহিনী অবলম্বনে নির্মিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস।’ যা এই মূহুর্তে তুমুল বিতর্কের সূত্রপাত করেছে। একদিকে যেমন সমাজের বিশিষ্টবর্গের অনেকেই তাঁদের মতামত দিচ্ছেন, তেমনই অনেকে ছবিটির সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। সেরকমই প্রশ্ন তুললেন তৎকালীন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তিনি দাবি করেছেন তদন্ত হোক, দোষী সাব্যস্ত হলে তিনি ফাঁসিকাঠে ঝুলতে রাজি!

VoiceBharat News pro 33


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফারুক আবদুল্লা বলেছেন, “প্রকৃত সত্যটা একমাত্র তখনই জানা যাবে যখন কোনো সৎ বিচারকমিটি নিয়োগ করা হবে। যদি ফারুক আবদুল্লা দোষী বলে সাব্যস্ত হয়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি ঝুলতে রাজি।” নিজের সম্পর্কে এতটাই বিস্ফোরক মন্তব্য করেছেন কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

পাশাপাশি তাঁর সাফ বক্তব্য , “আমি মনে করিনা আমি দোষী। মানুষ যদি তেতো সত্যিটা জানতে আগ্রহী হন, তাহলে তাঁরা সেইসময়ের ইন্টালিজেন্স ব্যুরোর প্রধানের সাথে কথা বলুন। অথবা কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদের সাথে কথা বলুন, যিনি ওইসময়ে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।”

VoiceBharat News images 2022 03 19T180242.297
বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলসকে সরাস‌রি ‘প্রচারমূলক ছবি’ বলে আখ্যা দিয়েছেন ফারুক আবদুল্লা। তাঁর দাবি, সেই অগ্নিগর্ভ সময়ে শুধুমাত্র কাশ্মীরি পন্ডিতরা নন, বহু শিখ এমনকি মুসলিম ধর্মাবলম্বীদেরও বিপদজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। ফারুক আবদুল্লা বলেন , “আমার বিধায়করা, নিচুতলার কর্মী থেকে মন্ত্রীদের , সকলকেই গাছের ওপর থেকে নিজেদের মাংস উদ্ধার করতে হয়েছিল। এটাই ছিল পরিস্থিতি।” এমনই দাবি রেখেছেন ফারুক আবদুল্লা।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com