VoiceBharat News IMG 20220107 141559

বুধবার বহরমপুরের কালেক্টরেট ক্লাবে বিজেপির একটি বৈঠক আয়োজিত হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরীকে বিজেপিতে যোগ দেওয়ার ডাক দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রকাশ্য সভাতেই তিনি বলেন, “অধীরবাবু বাঘের বাচ্চা। পুরসভা নির্বাচনে ভালো ফল করতে আমরা অধীরবাবুকে আহ্বান জানাচ্ছি।” বিজেপি সাংসদের এই বক্তব্য ঘিরেই জোরালো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

VoiceBharat News IMG 20220107 133617


আসন্ন পুরসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই মুর্শিদাবাদ জেলার নেতাকর্মীদের নিয়ে এদিন বৈঠক করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বহরমপুরে তৃণমূলকে হারানোর লক্ষ্যে শক্তিবৃদ্ধির জন্যই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ডাক দিয়ে অর্জুন বলেন, “একটা সময়ে মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী দাপুটে নেতা ছিলেন। তবে এখন আর বহরমপুর অধীর চৌধুরীর নেই, এখানে বিজেপি অনেকটা জায়গা করে নিয়েছে। তাই পুরসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে আমরা চাইব অধীরবাবু বিজেপিতে যোগদান করুন।”

এই বক্তব্য অবশ্য তৃণমূল কংগ্রেসকে টলাতে পারেনি। তৃণমূল নেতা হুমায়ূন কবীর বলেছেন, “পর্যবেক্ষক হিসেবে ভোট পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হবেন অর্জুন সিং। বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর সহায়তা ছাড়া বিজেপি দুটো আসনও পেতনা। তবে মুর্শিদাবাদে পুর নির্বাচনে অধীর চৌধুরী ও অর্জুন সিং জোট বেধে নামলেও তৃণমূলকে রোখার ক্ষমতা নেই। তৃণমূল বিপুল ভোটে জিতবে।”

VoiceBharat News 1606252608 5fbd7840b1b63 adhir
প্রশ্ন উঠেছে, বিজেপির ডাকে সাড়া দেবেন কি অধীর চৌধুরী? এব্যাপারে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া সরাস‌রি না পাওয়া গেলেও, মুর্শিদাবাদের কংগ্রেস নেতা জয়ন্ত দাস বলেছেন, “এটা খুব সাধারণ বিষয়। অধীর চৌধুরীর প্রতি সম্মান ও রাজনৈতিক মতাদর্শ হিসেবে অর্জুন সিংয়ের ব্যক্তিগত মতামত।ব্যক্তিগতভাবে বিরোধী নেতার প্রতি সম্মান অনেকেরই থাকে। তবে রাজনীতি রাজনীতির জায়গাতেই থাকবে।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com