VoiceBharat News Soumitra Khan

দলবদলের পরেই জল্পনা উস্কে দিয়েছিলেন অর্জুন সিং। তাঁকে অনুসরণ করে বিজেপি ছাড়ছেন কি আরো কেউ? এই প্রশ্নের উত্তরে আগেরদিনই অর্জুন বলেছেন, “ওয়েট, অপেক্ষা করুন। অনেকেই আসছে এটুকু বলতে পারি।” সঙ্গে এমন এক নেতার নাম তিনি করেছিলেন যা ছিল অপ্রত্যাশিত। সেই নেতাকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে সেই সম্ভাবনাই উড়িয়ে দিল বিজেপি।

অর্জুনের সাথে দল ছেড়ে আর কে যাচ্ছেন তৃণমূলে? জবাবে সরাসরি না বললেও অর্জুন সিং নাম বলেছিলেন সৌমিত্র খাঁ-র। “সৌমিত্র আমার ভাই…এর চেয়ে বেশি কিছু এখনই বলা ঠিক হবেনা। দেখুন কী হয়!” বলেছিলেন অর্জুন।

VoiceBharat News arjunsingh 1652611458 1653294405


গেরুয়া শিবিরের অন্দরেও সেই সংশয় ঘনাচ্ছিল। কেননা প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বয়ং দিলীপ ঘোষ বলেছিলেন, “কে, কখন যাবেন কিছু বলা সম্ভব নয়। সময়ই কথা বলবে।” একমাত্র আশাব্যঞ্জক মন্তব্য করেছিলেন লকেট চট্টোপাধ্যায়।

তিনি স্পষ্টতই বলেন, “বিজেপির মধ্যে অবিশ্বাসের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। আমি নিশ্চিত করে বলতে পারি, ২০১৯ সাল থেকে যাঁরা দলের সাথে রয়েছেন , তাঁরা কেউ ছেড়ে যাবেননা। এছাড়া কেউ যেতে চাইলে এখনই চলে যাক, দরজা খোলা আছে।”

অর্জুন। সিংয়ের তৈরি জল্পনা রাত না পেরোতেই নিজেই উড়িয়েছেন সৌমিত্র খাঁ। অর্জুন সিং ‘দাদার মতো’ হলেও তিনি যে বিজেপি ছাড়ছেননা স্পষ্ট করে সেটাই জানিয়ে দেন। তিনি আরো বলেন, “চতুর শিয়াল ভাইপো বন্দ্যোপাধ্যায়, যে দিন তৃণমূল থেকে পদত্যাগ করবেন, আমি সে দিন তৃণমূল নিয়ে ভাবব। আগে উনি পদত্যাগ করুন। অনেক কিছুর নায়ক এই চতুর শিয়াল। তাঁর হাত ধরে আমি বলির পাঁঠা হব না। আমি চতুর শিয়ালের পতন দেখতে চাই।”

VoiceBharat News b2234556235e6aef29d003ff36f84b5a original
এরপরেই সৌমিত্র খাঁকে নতুন দায়িত্ব অর্পণ করল বিজেপি। পুরুলিয়ায় শ্রমিক সংগঠন জোরদার করার কাজে নিযুক্ত হলেন তিনি। এখন সৌমিত্র পদ্মশিবির না ছাড়লেও, অর্জুনের কথা মতো ‘আরো অনেকে’র মধ্যে কোন নাম যুক্ত হয় সেটাই দেখার।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com