VoiceBharat News IMG 20220224 220848

ইউক্রেনের ডন-বাসে চলছে বোমা বিস্ফোরণ। রাষ্ট্রপুঞ্জে জরুরি ভিত্তিতে আলোচনা চলাকালীনই আচমকা যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৮:৩০ মিনিটে যুদ্ধবার্তা পাঠিয়ে ইউক্রেনকে যুদ্ধে আহ্বান জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই কিয়েভ ও অন্যান্য অঞ্চলে বম্বিং শুরু হয়। এদিকে ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করে পরামর্শ পাঠালো ভারত সরকার।

VoiceBharat News russia 1


আন্তর্জাতিক প্রেক্ষাপটে শান্তি প্রস্তাবনায় এবং পুতিনকে নিয়ন্ত্রণে আনতে একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিই আস্থা প্রকাশ করেছিলেন ইউক্রেনের রাষ্ট্রদূত। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী আজই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসতে পারেন নরেন্দ্র মোদী।

VoiceBharat News IMG 20220224 170315
পাশাপাশি ইউক্রেনে অবস্থিত ভারতীয়দের সুরক্ষা নিয়েও উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত। ইউক্রেনের দূতাবাস থেকে তাঁদের উদ্দেশ্য নিরাপদ আশ্রয় খুঁজে লুকিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গুগুলে অনুসন্ধান চালিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে পরামর্শও দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউক্রেনে অবস্থিত মেট্রো স্টেশন এবং সাবওয়েগুলি নিরাপদ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

VoiceBharat News IMG 20220224 220042 1
আচমকাই যুদ্ধ ঘোষণার ফলে জরুরি ভিত্তিতে আকাশসীমায় উড়ান নিষিদ্ধ করা হয়। যার ফলে সমস্ত ভারতীয়দের দেশে ফেরানো সম্ভব হয়নি। বিদেশমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী এখনও ১৮,০০০ ভারতীয় ইউক্রেনে রয়েছেন। ভারত সরকার তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন শীঘ্রই তাঁদের দেশে ফেরানোর অন্য ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে। তার আগে পর্যন্ত নিজেদের সুরক্ষিত রাখার আবেদন জানানো হয়েছে।

VoiceBharat News UKRAINE CRISIS CRIMEA MILITARY 12 1645697714109 1645697729818

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com