VoiceBharat News navbharat times 1

নামের সঙ্গে তাঁর কাজের অবিশ্বাস্য মিল। যুদ্ধের আহ্বান কানে আসতেই ঝাঁপিয়ে পড়লেন। তামিলনাড়ুর যুবকটির নাম সৈনিকেশ রবিচন্দ্রন। ইউক্রেনে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য, শিক্ষা শেষও হয়ে এসেছিল প্রায়। তার মধ্যেই যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠল ইউক্রেনের আকাশে। দেশের জনসাধারণকে যুদ্ধে আহ্বান জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রচুর নাগরিককে দলে দলে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে দেখা গিয়েছে। তবে বিশেষ নজর কেড়েছেন ভারতীয় নাগরিক সৈনিকেশ রবিচন্দ্রন। পরদেশি হয়েও সেনাবাহিনীতে নাম লিখিয়ে যুদ্ধে নেমে পড়েছেন তিনি।

VoiceBharat News Sainikesh


রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকেই ইউক্রেনে অবস্থিত ভারতীয় পড়ুয়াদের নিয়ে বিশেষ চিন্তিত দেশবাসী। এই যুদ্ধের আবহে প্রবল ঝুঁকির মধ্যে ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্র। ঠিক সেই সময়েই একেবারে উল্টো ভূমিকায় অবতীর্ণ হলেন ২১ বছরের ভারতীয় যুবক সৈনিকেশ। আধাসামরিক বাহিনীতে যোগ দিয়ে রণক্ষেত্রে নেমে পড়েছেন তিনি।

VoiceBharat News 1646735246 ukraine 1
২০১৮ সালে খারকিভের ন্যাশনাল অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে একটি হায়ার কোর্স করতে গিয়েছিলেন সৈনিকেশ রবিচন্দ্রন। চলতি বছরের জুলাই মাসেই পরীক্ষা সম্পন্ন করে দেশে ফেরার কথা ছিল। তার আগেই যুদ্ধ লাগলো ইউক্রেনে। প্রত্যেকটি প্রবাসী যখন পালাতে বদ্ধপরিকর, তখন দেশে না ফিরে যুদ্ধের ময়দানে কেন নামলেন তিনি?উত্তরটা তাঁর পরিবারের লোকজনই দিয়েছেন।

VoiceBharat News 47081 sai nikesh ravichandran 1
ছেলেটির পরিবার জানিয়েছে, ‘সৈনিকেশ এর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। তারপরেই ইউক্রেনে পড়তে যান সৈনিকেশ।’ তবে মনেপ্রাণে তিনি সত্যিই যে একজন সৈনিক সেটাই প্রমাণ করে দিলেন। ভারতের যোদ্ধা লড়ছেন ইউক্রেনে। এই ঘটনা বিরল নজির তৈরি করেছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com