VoiceBharat News IMG 20220422 145538

হনুমান জয়ন্তীর দিন দিল্লীর শোভাযাত্রায় অশান্তি কেন্দ্র করে বিতর্ক ক্রমশই বাড়ছে। মিছিলে দাঙ্গার পরেই উত্তর দিল্লী মিউনিসিপ্যাল করপোরেশন সেখানে কয়েকটি দোকানপাট বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘটনায় সরব হয়েছে দিল্লীর আম আদমি পার্টি।

VoiceBharat News images 2022 04 22T145056.871


হনুমান জয়ন্তীতে দিল্লীর জাহাঙ্গিরপুরীতে বিকেল ৫:৩০ নাগাদ হিন্দুদের বিশাল মিছিলে সংঘর্ষ শুরু হয় কিছুক্ষণের মধ্যেই যা চরম দাঙ্গার রূপ নেয়। এই দাঙ্গার জন্য বিজেপিকেই সম্পূর্ণরূপে দায়ী করছে আম আদমি পার্টি। সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও মারফত আম আদমি পার্টির নেত্রী অতিশি বলেছেন, “রামনবমী তিথি ও হনুমান জয়ন্তীতে দেশে যেসমস্ত অশান্তির ঘটনা ঘটেছে তার সবগুলিতেই বিজেপির হাত রয়েছে এবং তাতে ইন্ধন যুগিয়েছেন অমিত শাহ।”

VoiceBharat News images 2022 04 22T144952.878

স্থানীয় বেশক’টি দোকানদারের বয়ানও সেই কথাই বলছে। সেই বয়ান অনুযায়ী, “মিছিল থেকে বলা হচ্ছিল আমাদেরও রাম নাম শ্লোগান দিতে হবে। আমরা প্রথমে পাত্তা দিইনি। এরপর আমাদের ব্লকে ঢুকে ওরা মসজিদে গেরুয়া পতাকা টাঙাতে শুরু করে। তারপরেই সংঘর্ষ লাগে।”
অপরদিকে এই অশান্তির পরেপরেই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ অগ্রাহ্য করে উত্তর দিল্লী মিউনিসিপ্যালিটি বেশকয়েকটি ‘বেআইনি দোকানপাট’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এপরেই আম আদমি পার্টিনেত্রী অতিশি স্পষ্টতই দাবি তুলে বলেছেন, “বিজেপির সদর দপ্তর ও অমিত শাহর বাড়িতে বুলডোজার চালানো উচিত। তাহলেই দেশের সমস্ত অশান্তি থামবে।”

VoiceBharat News images 2022 04 22T145117.306

পাশাপাশি দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অভিযোগ, “শিক্ষা স্বাস্থ্যের উন্নতির কথা বিজেপি তো বলছেইনা, উল্টে কেবলই অশান্তি ছড়িয়ে চলেছে গেরুয়া শিবির।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com